কুয়েতে কর্মরত বেসরকারি খাতের প্রবাসী শ্রমিকদের জন্য একটি নতুন নিয়ম চালু করতে যাচ্ছে কুয়েত সরকার। নতুন এই নিয়ম অনুসারে, কুয়েত থেকে বাইরে ভ্রমণ বা কোনো কারণে দেশত্যাগের আগে প্রবাসীদের অবশ্যই তাদের নিয়োগকর্তার কাছ থেকে অনুমতি নিতে হবে। এই নিয়ম লঙ্ঘন করলে তাদের বিদেশ ভ্রমণে বাধা দেওয়া হবে। আগামী ১ জুলাই থেকে এই নির্দেশনা কার্যকর হবে।
আরব টাইমসের প্রতিবেদন অনুযায়ী, শ্রমিক ও নিয়োগকর্তা উভয়ের অধিকার সুরক্ষা এবং অভিবাসন ব্যবস্থাপনাকে আরও সুসংহত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কুয়েতের প্রথম উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল-ইউসুফ স্বাক্ষরিত এক মন্ত্রীপর্যায়ের নির্দেশনায় এই নিয়ম অনুমোদিত হয়েছে।
নতুন নিয়মে বলা হয়েছে, প্রবাসী কর্মীদের দেশ ছাড়ার আগে অবশ্যই একটি ‘এক্সিট পারমিট’ নিতে হবে। জনশক্তি বিষয়ক পাবলিক অথরিটি জানিয়েছে, এই পারমিটে কর্মীর ব্যক্তিগত তথ্য, ভ্রমণের তারিখ এবং যানবাহনের ধরন উল্লেখ করতে হবে। পুরো প্রক্রিয়া একটি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ইলেকট্রনিকভাবে সম্পন্ন করতে হবে, যাতে প্রশাসনিক কাজ সহজ ও নির্ভুল হয়।
কর্তৃপক্ষের মতে, এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো প্রবাসীদের নিয়মমাফিক দেশত্যাগ নিশ্চিত করা, নিয়োগকর্তার অনুমতি ছাড়া শ্রমিকদের পালিয়ে যাওয়ার ঘটনা রোধ করা এবং উভয় পক্ষের স্বার্থ ও নিরাপত্তা নিশ্চিত করা। প্রবাসী কর্মী ও নিয়োগকর্তা উভয়কেই এই নিয়ম মেনে চলার জন্য আহ্বান জানানো হয়েছে।