সোমবার,১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


কাশ্মীরে হাউজবোটের আগুন: প্রাণ গেল ৩ বাংলাদেশির


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.১১.২০২৩

ডেস্ক রিপোর্ট:

ভারতের কাশ্মীরের শ্রীনগরের ডাল লেকে হাউজবোটে অগ্নিকাণ্ডের ঘটনায় তিন বাংলাদেশি মৃত্যু হয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ডাল লেকে অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি হাউজবোট পুড়ে যাওয়ার পর উদ্ধারকারীরা বাংলাদেশিদের তিনটি মরদেহ খুঁজে পায়।

পুলিশ জানিয়েছে, শনিবার খুব ভোরে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। বাংলাদেশ থেকে ঘুরতে যাওয়া ওই তিন পর্যটক রাতে সাফিনা নামের একটি হাউজবোটে অবস্থান করছিলেন। অগ্নিকাণ্ডে হাউজবোটটি পুরোপুরি পুড়ে গেছে। এখনো নিহতদের কোনো পরিচয় জানা যায়নি।

ডাল লেকের ৯ নম্বর ঘাটের কাছ থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে পুলিশ। সেখান থেকে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে অন্তত পাঁচটি হাউজবোট পুরোপুরি পুড়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে আরো বেশ কয়েকটি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি