বৃহস্পতিবার,১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লায় ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের টাওয়ারে যুবক, ২ ঘণ্টা পর উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৯.২০২৩

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা বুড়িচং উপজেলার ভরাসার বাজার এলাকার অদূরে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের টাওয়ারের চূড়ায় উঠে পড়া এক যুবককে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

ওই যুবকের নাম নাসির উদ্দীন। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কুমিল্লার লিডার জহিরুল ইসলাম।

স্থানীয়রা জানান, সোমবার এক যুবক টাওয়ারের চূড়ায় উঠে পা দোলাতে থাকেন। এটি দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা। ফায়ার সার্ভিসের লোকজন এসে দুই ঘণ্টার চেষ্টায় তাকে উদ্ধার করে। উদ্ধার হওয়া যুবকটি অপ্রকৃতিস্থ। তার নাম ছাড়া কিছুই বলতে পারছে না। তাকে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার বলেন, এই ছেলেটা আগেও একবার টাওয়ারে উঠেছিল। ছেলেটা অপ্রকৃতিস্থ। তার বিষয়ে খোঁজ খবর নিচ্ছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি