বৃহস্পতিবার,১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


দেবিদ্বারে শিক্ষা, উন্নয়ন, আইন-শৃংখলা, জন আকাংখা বিষয়ক মত বিনিময় সভা


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৯.২০২৩

জামাল উদ্দিন দুলালঃ

কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার ১০নং দক্ষিণ গুনাইঘর ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে মঙ্গলবার বিকেলে কাশারীখোলা হাফিজিয়া মাদ্রাসা মাঠে শিক্ষা, উন্নয়ন, আইন-শৃংখলা, জন আকাংখা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম সরকারের সভাপতিত্বে ও উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার পারভেজ খানদর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

কুমিল্লা -৪ দেবিদ্বার আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী, জেলা পরিষদ সদস্য শিরিন সুলতানা, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম, ১০নং গুনাইঘর ইউপি চেয়ারম্যান মোঃ হুমায়ন কবির, উপজেলা আওয়ামীলীগ নেতা মোঃ ছিদ্দিকুর রহমান ভুইয়া, কুমিল্লা উত্তর জেলা সেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক মোঃ লিটন সরকার, উপজেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি আব্দুল মান্নান মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন, কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগ নেতা মোঃ সেলিম ভুইয়া, সাবেক ছাত্রলীগ নেতা আমির হোসেন আমু, উপজেলা কৃষকলীগ নেতা মোঃ সেলিম মাষ্টারসহ আরো অনেকে প্রমূখ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি