ডেস্ক রিপোর্ট:
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা আলী হোসেন চৌধুরী (৯০) আর নেই। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ঢালুয়া ইউনিয়নের শিহর চৌধুরী বাড়ির নিজ ঘরে ইন্তেকাল করেন তিনি। এর আগে, ফজরের নামাজ শেষে অসুস্থতা বোধ করছেন বলে পরিবারের সদস্যদের জানান।
আজ সন্ধ্যা ৬টায় শিহর জমিরিয়া রহমানীয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। মৃত্যুকালে স্ত্রী ও ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সাবেক উপজেলা চেয়ারম্যান বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা আলী হোসেন চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি এবং সাধারণ সম্পাদক সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক মজিব এমপি।