নির্বাচন পরিচালনা কমিটির নেয়া ‘রোড টু স্মার্ট বাংলাদেশ’ কর্মসূচির আওতায় দেশব্যাপী আওয়ামী লীগের সাংগঠনিক জেলা অফিসগুলোকে স্মার্ট কার্যালয় হিসেবে গড়ে তোলা হয়েছে। জাতীয় নির্বাচনে সামনে রেখে শেখ হাসিনার উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনার বার্তা প্রত্যেক ভোটারের কাছে পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। এ উদ্যোগের আওতায় একটি সুশৃঙ্খল ক্যাম্পেইন টিমের মাধ্যমে ঘরে ঘরে প্রত্যেক ভোটারের কাছে নির্বাচনী বার্তা পৌঁছে দেয়া হবে। এজন্য প্রশিক্ষণের আয়োজন করেছে আওয়ামী লীগ।
, শনিবার সকাল থেকে দিন ব্যাপী (১১ নভেম্বর) কুমিল্লার দেবিদ্বারের ভূঁইয়া কমিনিউটি সেন্টারে ‘রোড টু স্মার্ট বাংলাদেশ’ কর্মশালায় মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করা হয়। এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন কুমিল্লা উত্তে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রোশন আলী মাস্টার। এতে প্রধান অতিথি হিসেবে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম. রুহুল আমীন ও শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন কুমিল্লা- ৪ (দেবিদ্বার) আসনের সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল।
আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কুমিল্লা উত্তর জেলার আঞ্চলিক সমন্বয়কারী জয় জিৎ দত্তসহ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক ড. স্বান কুমার, ফলিত বিভাগের সহযোগী অধ্যাপক জিল্লুর রহমান ও ফ্রিল্যান্স এ্যান্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. জসীম উদ্দিন।
এ প্রশিক্ষণ অনুষ্ঠানে শেখ হাসিনার উন্নয়নের সঠিক বার্তা প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেয়ার জন্য আওয়ামী লীগের কর্মপরিকল্পনা নিয়ে দিক নির্দেশনা বক্তব্য তুলে ধরেন বক্তারা। কুমিল্লা উত্তর জেলা থেকে মনোনীত ৭০ জন এবং দেবিদ্বার থেকে ৭০জন মাস্টার ট্রেইনার বা প্রশিক্ষককে সাংগঠনিকভাবে প্রশিক্ষণ দেয়া হয় এ অনুষ্ঠানে। এসময় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবিদ্বার পৌরসভার মেয়র মোঃ সাইফুল ইসলাম শামীম, দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ কে এম শফিউদ্দিন সফিক, সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামাল চৌধুরী, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এটিএম মেহেদী হাসান বুলবুল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম, কুমিল্লা জেলা পরিষদ সংরক্ষিত সদস্য শিরিন সুলতানা, জেলা পরিষদ সদস্য মোঃ বাবুল হোসেন রাজু, উপজেলা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক হাজী মোঃ আবুল কালাম আজাদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাজী মোসলে উদ্দিন ভূইয়া মানিক, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবী লীগ সভাপতি আব্দুল মান্নান মোল্লা, সাধারন সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন সহ আরো অনেকে প্রমূখ।