সোমবার,১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ


কুমিল্লায় পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.১১.২০২৩

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার নাঙ্গেকোট উপজেলার বক্সগঞ্জ ইউপির অষ্টগ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-উপজেলার অষ্টগ্রামের যুবরাজের ছেলে পাবন সূত্রধর (৪) ও লিটনের ছেলে আনন্দ সূত্রধর (৫)।

সম্পর্কে তারা চাচাতো-জেঠাতো ভাই।

জানা যায়, সোমবার বেলা ১১টার দিকে বাড়ির পাশে ছোট পুকুরে নেমে পড়ে তারা। একপর্যায়ে দুই শিশু গভীর পানিতে ডুবে মারা যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর তাদের মরদেহ ভেসে ওঠে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বক্সগঞ্জ ইউপি সদস্য সাকের হোসাইন বলেন, খবর পেয়ে তাদের বাড়িতে গিয়েছি।

নাঙ্গলকোট থানার ডিউটি অফিসার শাহজালাল বলেন, এ বিষয়ে কেউ থানায় অবগত করেনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি