সোমবার,১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ


কুমিল্লার লাকসামে কভার্ডভ্যান চাপায় এক পথচারী নারী নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.১১.২০২৩

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার লাকসামে কভার্ডভ্যান চাপায় এক নারী পথচারী জোসনা আক্তার (২৪) নিহত হয়েছেন।

মঙ্গলবার পৌর শহরের মিশ্রি এলাকার ভাঙ্গা মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নারী পার্শ্ববর্তী নিহত উপজেলার জামিরা এলাকার মামুনের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী মিশ্রি গ্রামের আবদুর রহিম বাবুল জানান, ঐ মহিলা সড়ক পারাপারের সময় তার সামনে একটি সিএনজিচালিত অটোরিকশা এসে পড়ে। একই সময়ে কুমিল্লা থেকে নোয়াখালীমুখী দ্রুতগামী একটি কভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

লাকসাম ক্রসিং হাইওয়ে থানার ওসি মোরশেদ আলম ভূঁইয়া জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কভার্ডভ্যানটি আটক করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি