রবিবার,১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


দেবিদ্বারে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে আইডি কার্ড বিতরণ 


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.১১.২০২৩

জামাল উদ্দিন দুলালঃ

কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে আইডি কার্ড বিতরণ, প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন সমূহের শুভ উদ্বোধন এবং শিক্ষার গুনগত মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল এমপি। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা শিক্ষা অফিসার মোঃ সফিউল আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবিদ্বার পৌর মেয়র ও সহকারি অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম শামীম, দেবিদ্বার থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নয়ন মিয়া, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ আবুল কাশেম ওমানী, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম, কুমিল্লা জেলা পরিষদ সংরক্ষিত মহিলা শিরিন সুলতানা, জেলা পরিষদ সদস্য মোঃ বাবুল হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী আব্দুল ওয়াহিদ সালেহ, মাধ্যমিক একাডেমি সুপার মোঃ মাঈনুউদ্দিন, শিক্ষা অফিসার মুহাম্মদ মিনহাজ উদ্দিন সহ আরো অনেকে প্রমূখ। এদিকে উপস্থিত প্রধান অতিথি বলেন- শিক্ষকরা হচ্ছে শিক্ষার কারিগর,জাতির বিবেক এবং মানব গড়ার কারিগর। আপনেরা চাইলে এই বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধির বাংলাদেশ হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন, তাহার কণ্যা জননেত্রী শেখ হাসিনা স্বপ্ন’কে বাস্তবায়ন করেব। এসময় তিনি আরো বলেন – শেখ হাসিনা শিক্ষকের বেতন থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে উন্নয়ন করে যাচ্ছেন। তাই এই উন্নয়ন ধরে রাখতে আগামীতে আবারও নৌকায় ভোট দেওয়া আহবান করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি