বুড়িচংয়ে ৪০ পরিবারের মাঝে টিন ও নগদ অর্থ প্রদান করেছে সেনাবাহিনী
কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের বুরবুড়িয়া এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ৪০টি পরিবারের মাঝে ঘর নির্মাণের জন্য ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশন।
মঙ্গলবার (১ অক্টোবর) বেলা ১১ টায় ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম আজ বুরবুড়িয়া এলাকায় পরিদর্শনে গিয়ে অসহায়দের মাঝে নিজ হাতে নগদ অর্থ ও টিন প্রদান করেন। এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
৪০টি পরিবারের প্রত্যেককে ৪ বান করে ঢেউটিন প্রদান করা হয়।
উপকারভোগী নজরুল ইসলাম জানান, বন্যায় আমাদের বাড়িঘর, সহায় সম্পদ নষ্ট হয়েছে। আমরা অসহায় জীবনযাপন করছি। সেনাবাহিনী সেই শুরু থেকে আমাদের পাশে ছিল। আজ ঘর তৈরি করার জন্য ঢেউটিন ও নগদ অর্থ পেয়েছি সেনাবাহিনীর কাছ থেকে। এখন জীবন আবার নতুন করে শুরু করার সুযোগ পেয়েছি।