কোনো অবস্থাতেই অপরাধীর ছাড় নয়: উপদেষ্টা
অপরাধী যতই ক্ষমতাশালী হোক না কেন, কোনো অবস্থাতেই তাকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি উল্লেখ করেছেন, অতীতে অনেক ক্ষমতাবান অপরাধী ছাড় পেয়ে যেত, তবে এবার থেকে এমনটা আর ঘটতে দেয়া হবে না।
সোমবার (৪ নভেম্বর) সকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তর, পিলখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান।
উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দেশের আইনশৃঙ্খলার পরিস্থিতি আগের তুলনায় কিছুটা উন্নতি হয়েছে। তবে আরও উন্নতির প্রয়োজন রয়েছে। ইতোমধ্যে পরিস্থিতি সন্তোষজনক পর্যায়ে পৌঁছালেও এটা আরও ভালো হওয়া দরকার।
এ সময় তিনি আরও জানান, ১৫ বছর আগে পিলখানায় সংঘটিত বিডিআর বিদ্রোহের ঘটনার পুনঃতদন্ত শুরু হবে। এ লক্ষ্যে দ্রুতই একটি তদন্ত টিম গঠন করা হবে।
উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় তৎকালীন বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তা সহ ৭৪ জন নিহত হন। সেই ঘটনার পর দেশ এবং আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি পৃথক মামলা করা হয়।
২০১৩ সালের ৫ নভেম্বর হত্যা মামলায় ৮৫০ জনের বিচার সম্পন্ন হয়। এতে ১৫২ জনের মৃত্যুদণ্ড, ১৬০ জনের যাবজ্জীবন এবং ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। এছাড়া, ২৭৮ জনকে খালাস দেয়া হয়।