হুমকি তোয়াক্কা না করে হায়দরাবাদে শুটিংয়ে সালমান খান
বলিউডের জনপ্রিয় সুপারস্টার সালমান খান আবারও আলোচনায়। তার আসন্ন ছবি ‘সিকান্দার’ ২০২৫ সালের ঈদে মুক্তি পেতে যাচ্ছে। এই ছবির শুটিং শুরু হচ্ছে হায়দরাবাদের ঐতিহাসিক তাজ ফলকনুমা প্যালেসে, যা ভাইজান সালমানের জন্য বিশেষ অর্থ বহন করে। কারণ, সালমানের বোন অর্পিতা খানের বিয়ে এই প্রাসাদেই হয়েছিল, তাই এখানে শুটিং করার সময় তার মনে একটি আবেগঘন স্মৃতি জড়িয়ে আছে।
শুটিং শুরুর আগেই সালমানের নিরাপত্তা দল শুটিং স্পটে পৌঁছে গিয়েছে। তাজ ফলকনুমা প্যালেসে পৌঁছে তারা পুরো স্থানটি পরিদর্শন করে নিরাপত্তা নিশ্চিত করেছে। আজ, ৪ নভেম্বর থেকে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা। এর আগে, গতকাল রোববার সকালে সালমান হায়দরাবাদে পৌঁছেছেন।
সালমানের নিরাপত্তা বর্তমানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে, কারণ বেশ কিছুদিন ধরে তিনি আইনজীবী লরেন্স বিশ্নোইয়ের কাছ থেকে মৃত্যুর হুমকির সম্মুখীন হচ্ছেন। এ পরিস্থিতিতে সালমানের নিরাপত্তা বাড়ানো হয়েছে।
‘সিকান্দার’ ছবিতে সালমান খানের পাশাপাশি রাশমিকা মান্দান্না, সুনীল শেঠি ও কাজল আগরওয়ালের মতো তারকারাও রয়েছেন, যা ছবিটিকে আরও আকর্ষণীয় করে তুলছে। তাজ ফলকনুমা প্যালেসে তাদের শুটিংয়ের প্রস্তুতিও চলছে।
সালমানের নিরাপত্তা নিশ্চিত করতে তার টিম আগেই প্যালেসে পৌঁছে পরিদর্শন করেছে এবং সেখানে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যেন কোনো অঘটন না ঘটে।
এদিকে সালমান খান ‘সিংহাম এগেইন’ ছবির ক্যামিও চরিত্রে অভিনয় করেও প্রশংসা পেয়েছেন। রোহিত শেঠির এ ছবিটি ১ নভেম্বর মুক্তি পেয়েছে, যেখানে সালমানের উপস্থিতি দর্শকদের মন জয় করেছে।
উল্লেখ্য, সালমানের নিরাপত্তা পরিস্থিতি আরও কঠোর করা হয়েছে। বিগ বস সিজন ১৮-এর শুটিং সেটেও নিরাপত্তা বাড়ানো হয়েছে। আধার কার্ড যাচাইয়ের পরই প্রবেশ অনুমতি দেওয়া হচ্ছে এবং শুটিং চলাকালে ৬০ জনেরও বেশি নিরাপত্তারক্ষী মোতায়েন রাখা হয়েছে।