বৃহস্পতিবার,১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ব্যাংক ঋণ মামলায় সাকিবসহ চারজনকে আদালতে আসার নির্দেশ


ব্যাংক ঋণ মামলায় সাকিবসহ চারজনকে আদালতে আসার নির্দেশ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.১২.২০২৪

ব্যাংক ঋণব্যাংক ঋণ মামলায় সাকিবসহ চারজনকে আদালতে আসার নির্দেশ

ডেস্ক রিপোর্ট:

ক্রিকেটার ও মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ চারজনের বিরুদ্ধে চেক প্রতারণার মামলায় আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন আদালত। আগামী ১৮ জানুয়ারি তাদের আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) এ তথ্য জানা যায়। এর আগে গত ১৫ ডিসেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে আইএফআইসি ব্যাংকের পক্ষে প্রতিনিধি মো. শাহিবুর রহমান এ মামলা দায়ের করেন।

মামলার অন্যান্য আসামিরা হলেন সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গাজী শাহাগীর হোসাইন, প্রতিষ্ঠানটির পরিচালক ইমদাদুল হক ও মালাইকা বেগম।

মামলার বিবরণে জানা যায়, সাকিবের মালিকানাধীন অ্যাগ্রো ফার্ম ব্যবসায়িক উদ্দেশ্যে আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে বিভিন্ন সময়ে ঋণ গ্রহণ করে। ঋণের বিপরীতে প্রতিষ্ঠানটি দুটি চেক ইস্যু করে। তবে চেকগুলো ব্যাংকে জমা দেওয়ার পর পর্যাপ্ত অর্থের অভাবে ডিজঅনার হয়। ওই দুই চেকে মোট টাকার পরিমাণ প্রায় ৪ কোটি ১৫ লাখ টাকা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি