ইরান ‘নতুন বিশেষ ক্ষেপণাস্ত্র’ তৈরি করছে
ইরান নতুন বিশেষ ক্ষেপণাস্ত্র তৈরির কাজ করছে এবং খুব শিগগিরই ‘নতুন ক্ষেপণাস্ত্র’ ও ‘ড্রোন সিটিস’ (ড্রোন শহর) উদ্বোধন করবে। এই তথ্য জানিয়েছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি।
শুক্রবার (১০ জানুয়ারি) ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আবাদানে আয়োজিত এক অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, আইআরজিসি-এর অ্যারোস্পেস ফোর্স অত্যাধুনিক বিশেষ ক্ষেপণাস্ত্র তৈরি করছে।
ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং সামরিক জাহাজ তৈরিতে আইআরজিসি যে ব্যাপক উন্নতি করেছে, তা উল্লেখ করে জেনারেল সালামি বলেন, শিগগিরই ইরান তাদের নতুন ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধারণকারী বিশেষ সুযোগ-সুবিধার উদ্বোধন করবে। এই পদক্ষেপের মাধ্যমে ইরান তার সামরিক শক্তির গভীরতা এবং ব্যাপকতা তুলে ধরবে।
মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থির পরিস্থিতিতে ইরান দুর্বল হয়ে পড়েছে এমন ধারণাকে নাকচ করে জেনারেল সালামি বলেন, ইরান ইতোমধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে হাজার হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করার প্রযুক্তি তৈরি করেছে। এই প্রযুক্তি এমনভাবে তৈরি হয়েছে যা বিশ্বের অর্থনীতি ও শক্তির একটি বড় অংশকে নিয়ন্ত্রণ করতে সক্ষম।
তিনি আরও বলেন, সিরিয়ায় বাশার আল-আসাদের সরকার পতনের পরও ইরানের প্রতিরোধ ক্ষমতা নিয়ে কোনো উদ্বেগ নেই। কারণ ইরান সিরিয়ায় কোনো ধরনের সামরিক সুবিধা উপভোগ করেনি।
মেজর জেনারেল সালামি জোর দিয়ে বলেন, “আমাদের প্রতিরোধ ক্ষমতা অন্য কোনো দেশের উপর নির্ভরশীল নয়। ইরানের প্রতিরোধ ক্ষমতা আমাদের নিজেদের ভূখণ্ড, সংকল্প, সিদ্ধান্ত এবং কর্মদক্ষতার উপর প্রতিষ্ঠিত।”