জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস শনিবার (১০ মে) পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছেন।
জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে জানান, মহাসচিব এই চুক্তিকে বর্তমান সংঘাত নিরসন ও উত্তেজনা হ্রাসের দিকে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচনা করেছেন।
গুতেরেস আশা প্রকাশ করেন যে, এই যুদ্ধবিরতি স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে এবং দুই দেশের মধ্যকার দীর্ঘস্থায়ী জটিল সমস্যা সমাধানের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করবে।
জাতিসংঘ প্রধান আরও জানান, অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা সুদৃঢ় করতে সংস্থাটি সকল প্রকার সহযোগিতা প্রদানে প্রস্তুত।
এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার এক ঘোষণায় জানান, কয়েকদিনের রক্তক্ষয়ী সংঘাতের পর পাকিস্তান ও ভারত ‘সম্পূর্ণ ও তাৎক্ষণিক’ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। পরবর্তীতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি ও ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা এই চুক্তির বিষয়টি নিশ্চিত করেন।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কুরেশি উল্লেখ করেন যে, তুরস্ক, সৌদি আরব, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এই যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।