শুক্রবার,২০শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ


কুমিল্লায় বিপুল পরিমান অবৈধ মোবাইল ডিসপ্লে জব্দ করেছে বিজিবি


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৫.২০২৫

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর গংগাসাগর বিওপি বিপুল পরিমান ভারতীয় বিভিন্ন প্রকার অবৈধ মোবাইল ডিসপ্লে জব্দ করেছে।

বিষয়টি নিশ্চিত করেছে ৬০ বিজিবির পরিচালক অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জিয়াউর রহমান, পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি।

বুধবার (১৪ মে) সকালে কুমিল্লার বুড়িচং উপজেলার সীমান্তবর্তী ফকিরবাজার থেকে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) একটি টহল দল চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করার সময় মালিকবিহীন অবস্থায় ৪ কোটি ৪০ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমান বিভিন্ন প্রকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ করে। জব্দকৃত মালামাল আখাউড়া কাস্টমস্ এ জমা করার কার্যক্রম প্রক্রীয়াধীন রয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি