শুক্রবার,২০শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ


কুমিল্লায় পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথভাবে অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৫.২০২৫

হাবিবুর রহমান মুন্না:

কুমিল্লা পুলিশ লাইন্সে জেলা পুলিশের উদ্যোগে সচেতনতামূলক অগ্নি নির্বাপণ মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

মঙ্গলবার(২০মে) পুলিশ সদস্যদের অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ক প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রদান করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কুমিল্লা-এর ওয়্যারহাউজ ইন্সপেক্টর জনাব দেবব্রত কুমার মন্ডল।

আলোচনা সভা শেষে পুলিশ লাইন্স মাঠে একটি বাস্তবধর্মী অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়। ফায়ার সার্ভিসের প্রশিক্ষিত সদস্যরা আগুন নিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতি-এ প্রদর্শন করেন। পরে পুলিশ সদস্যরাও তা হাতে-কলমে অনুশীলন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব রাশেদুল হক চৌধুরী। এ ছাড়া জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা, সদস্য এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ মহড়ার মাধ্যমে জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক, সমন্বিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণে পুলিশ সদস্যদের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সচেতনতা বৃদ্ধির লক্ষ্য সফলভাবে অর্জিত হয়েছে বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি