কুমিল্লা পুলিশ লাইন্সে জেলা পুলিশের উদ্যোগে সচেতনতামূলক অগ্নি নির্বাপণ মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার(২০মে) পুলিশ সদস্যদের অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ক প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রদান করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কুমিল্লা-এর ওয়্যারহাউজ ইন্সপেক্টর জনাব দেবব্রত কুমার মন্ডল।
আলোচনা সভা শেষে পুলিশ লাইন্স মাঠে একটি বাস্তবধর্মী অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়। ফায়ার সার্ভিসের প্রশিক্ষিত সদস্যরা আগুন নিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতি-এ প্রদর্শন করেন। পরে পুলিশ সদস্যরাও তা হাতে-কলমে অনুশীলন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব রাশেদুল হক চৌধুরী। এ ছাড়া জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা, সদস্য এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ মহড়ার মাধ্যমে জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক, সমন্বিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণে পুলিশ সদস্যদের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সচেতনতা বৃদ্ধির লক্ষ্য সফলভাবে অর্জিত হয়েছে বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা।