মঙ্গলবার,১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


একদিনে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.১০.২০২৫

একদিনে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

একদিনে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্টঃ

দেশজুড়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯৫৩ জন নতুন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে এ রোগে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩০ জনে।

রবিবার (তারিখ উল্লেখযোগ্য হলে দিনটি দিন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগে নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ১৯৭ জন, ঢাকার উত্তর সিটিতে ১৪৭ জন এবং দক্ষিণ সিটিতে ১২২ জন। বরিশাল বিভাগে ১৪১ জন, চট্টগ্রাম বিভাগে ১০৭ জন, খুলনায় ৯৩ জন, ময়মনসিংহে ৪৬ জন, রাজশাহীতে ৬৯ জন, রংপুরে ২৩ জন এবং সিলেট বিভাগে ৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারাদেশে মোট ৫৪ হাজার ৫৫৯ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি