মঙ্গলবার,১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


কুমিল্লায় আন্তর্জাতিক নির্যাতিত সাংবাদিক দিবস পালিত


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.১১.২০২৫


হাবিবুর রহমান মুন্না:

‘সাংবাদিকদের জীবন ও কর্মক্ষেত্র অনিরাপদ হয়ে উঠেছে এবং তাঁরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন’— এ প্রতিপাদ্য নিয়ে কুমিল্লায় পালিত হয়েছে আন্তর্জাতিক নির্যাতিত সাংবাদিক দিবস ২০২৫।

দিবসটি উপলক্ষে শনিবার (২ নভেম্বর) বেলা ১১টায় কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক কল্যাণ পরিষদ, কুমিল্লার উদ্যোগে আলোচনা সভা ও নির্যাতিত সাংবাদিকদের সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক কল্যাণ পরিষদ, কুমিল্লার সভাপতি ওমর ফারুকী তাপস। প্রধান অতিথি ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি ও একাত্তর টিভির নিজস্ব প্রতিবেদক কাজী এনামুল হক ফারুক।

বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা, হয়রানি বা হত্যার ঘটনায় অধিকাংশ ক্ষেত্রেই সঠিক তদন্ত হয় না এবং দোষীদের শাস্তি নিশ্চিত করা যায় না। অপরাধীরা শাস্তি না পেলে তারা আরও উৎসাহিত হয়। দেশের আলোচিত সাগর-রুনি হত্যা মামলা এখনো বিচারাধীন থাকা এর বড় উদাহরণ। বক্তারা আরও বলেন, সাংবাদিক নির্যাতনের পেছনে অনেক সময় রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাবশালী মহল জড়িত থাকে, যার কারণে আইন প্রয়োগকারী সংস্থা ও বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক ও দৈনিক শিরোনাম পত্রিকার সম্পাদক নীতিশ সাহা,দৈনিক বাংলার আলোড়ন পত্রিকার প্রধান সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মানবজমিন প্রতিনিধি জাহিদ হাসান,
সাবেক সাধারণ সম্পাদক ও আমাদের সময় প্রতিনিধি সাইয়িদ মাহামুদ পারভেজ, ইনকিলাবের স্টাফ রিপোর্টার সাদিক মামুন, প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও সময় টিভির প্রতিনিধি বাহার রায়হান,সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আজকের কুমিল্লা সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু প্রমুখ।

এছাড়াও বক্তব্য রাখেন সমাজকণ্ঠ সম্পাদক জসিম উদিবদন চাষী, ভোরের সূর্যোদয় পত্রিকার সম্পাদক এম ফিরোজ মিয়া,সাপ্তাহিক চলন সম্পাদক মাহাবুবুর রহমান, যমুনা টিভি কুমিল্লা ব্যুরো প্রধান রফিকুল ইসলাম চৌধুরী খোকন, আজকের কুমিল্লা প্রতিনিধি প্রবীণ সাংবাদিক মোঃ শহীদুল্লাহ, এখন টিভি ব্যুরো প্রধান খালেদ সাইফুল্লাহ,শিরোনাম প্রধান প্রতিবেদক মোতাহের হোসেন মাহাবুব,আমার দেশ প্রতিনিধি এম হাসান, ভোরের কাগজ প্রতিনিধি জানে আলম দুলাল।

দিবসের তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক কল্যাণ পরিষদ, কুমিল্লার সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন।

অনুষ্ঠানের শেষ পর্বে গত এক বছরে হামলা, মামলা ও নির্যাতনের শিকার ১০ জন সাংবাদিককে ফুলের মালা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। তারা হলেন যমুনা টিভি কুমিল্লা প্রতিনিধি রফিকুল ইসলাম খোকন,আজকের জীবন পত্রিকার কুমিল্লা প্রতিনিধি নেকবর হোসেন,ভোরের কাগজের কুমিল্লা প্রতিনিধি এম ফিরোজ মিয়া,খোলা কাগজের কুমিল্লা প্রতিনিধি শাহ ইমরান, মিলেনিয়াম টিভির কুমিল্লা প্রতিনিধি ও দৈনিক আজকের কুমিল্লার স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান মুন্না, এনটিভি অনলাইনের কুমিল্লা প্রতিনিধি আবু সুফিয়ান রাসেল,দৈনিক বাংলাদেশ সমাচার বিশেষ প্রতিনিধি মোহাম্মদ সাফি,স্টার নিউজের কুমিল্লা প্রতিনিধি আব্দুল্লাহ আল মারুফ,দৈনিক কুমিল্লা প্রতিদিনের স্টাফ রিপোর্টার আক্কাস আল মাহমুদ হৃদয়, যমুনা টিভির ভিডিও জার্নালিস্ট জিহাদুল ইসলাম সাকিব।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি