স্পোর্টস ডেস্ক:
আগামী ৫ অক্টোবর থেকে ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের ওয়ানডে বিশ্বকাপ। ২০১১ সালের পর ঘরের মাঠে আরেকটি বিশ্বকাপ দেখছে ভারত। যদিও সেবার উপমহাদেশের দুই দেশ বাংলাদেশ ও শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে হয়েছিল বিশ্বকাপ। এবার পুরো বিশ্বকাপই হবে ভারতে।
স্বাভাবিকভাবে বেশির ভাগ সাবেকের চোখে ভারতই বিশ্বকাপের অন্যতম ফেভারিট।
পাশাপাশি বিরাট কোহলি-রোহিত শর্মার মতো সময়ের সেরা দুই ব্যাটারের শেষ বিশ্বকাপ। দু’জন তো বটেই, সতীর্থরাও তাদের জন্য বিশ্বকাপটা রাঙাতে চাইবেন। যদিও ভারতের বিশ্বকাপজয়ী কিংবদন্তি সুনীল গাভাস্কার বিশ্বকাপ শিরোপা ইংল্যান্ডের হাতে দেখছেন।
এবার বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়নের তকমা নিয়ে এসেছে ইংলিশরা। গতবারের মতো এবারের দলেও দারুণ সমন্বয় আছে। গাভাস্কার ইংল্যান্ডকে এগিয়ে রাখছেন এ জন্য, ‘বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডই বিশ্বকাপে ফেভারিট। কারণ, তাদের টপ অর্ডার আসলে পুরো ব্যাটিং অর্ডারেই ওই ধরনের (সেরা মানের) প্রতিভা আছে। তাদের দুই-তিনজন বিশ্বমানের অলরাউন্ডার আছে, যারা ব্যাট বা বল হাতে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। তাদের বোলিং লাইনআপও খুব ভালো, অভিজ্ঞ বোলিং লাইনআপ। এই মুহূর্তে তাই আমার কাছে তারাই ফেভারিট।’