সোমবার,১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার হলেন ৪৬ কর্মকর্তা


পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার হলেন ৪৬ কর্মকর্তা


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.১১.২০২৩

ডেস্ক রিপোর্ট:

বিসিএস (পুলিশ) ক্যাডারের ৪৬ জন সহকারী পুলিশ সুপারকে অতিরিক্ত পুলিশ সুপার (ষষ্ঠ গ্রেড) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। আজ রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেওয়া হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেছেন উপসচিব সিরাজাম মুনিরা।

পদোন্নতি পাওয়া কর্মকর্তারা বিসিএস পুলিশ ক্যাডারে যোগদান করেছিলেন। এরপর তারা সহকারী পুলিশ সুপার পদে থেকে বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করছিলেন।

পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

এর আগে, গত ৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে আলাদা দুটি প্রজ্ঞাপনে অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে (গ্রেড-৪) পদোন্নতি পেয়েছেন ১৫২ পুলিশ কর্মকর্তা। তাদের মধ্যে ১৪০ জনকে অস্থায়ী বিশেষ পদ বা সুপার নিউমারারি অতিরিক্ত ডিআইজি করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি