মঙ্গলবার,৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ভারতের কয়লার গুহায় মাটি চাপায় বাংলাদেশি যুবকের মৃত্যু


ভারতের কয়লার গুহায় মাটি চাপায় বাংলাদেশি যুবকের মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.১১.২০২৩

ডেস্ক রিপোর্ট:

চোরাই পথে কয়লা আনতে গিয়ে ভারতের গুহার ভিতরে মাটি চাপা পড়ে নুরুল হক (২০) নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হন আরও ৫ জন। আজ রবিবার সকাল ১০টার দিকে ১২৯৭ আন্তর্জাতিক সীমান্ত পিলারের ভেতর এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল হক সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের লাকমা গ্রামের লাকমা ছড়ার পশ্চিম পাড়ের আব্দুল খালেকের ছেলে।

জানা গেছে, সীমান্তের চিহ্নিত চোরাচালানকারী আবুল কালাম, শরাফত আলী ও শামসুল আলম আজ ভোরে তাহিরপুর উপজেলার লাকমা সীমান্তে ১২৯৭ আন্তর্জাতিক সীমান্ত পিলার এলাকা দিয়ে ২০-২৫ জনের একটি দল চোরাই পথে ভারতের অভ্যন্তরে কয়লা আনতে পাঠান। গুহা থেকে বস্তা ভরে কয়লা আনার সময় উপর থেকে মাটি চাপা পড়ে ঘটনাস্থলেই নুরুল হক মারা যান। এসময় তার সঙ্গে থাকা আরও ৫-৬ জন আহত হন।

বিষয়টি নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দীন বলেন, ‘নিহত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জে পাঠানো হবে।’

উল্লেখ, গত ৫-৬ বছরে একইভাবে বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে তাহিরপুর উপজেলার বাগলী, জঙ্গলবাড়ি, লালঘাট, ট্যাকের ঘাট, লামকা, চানঁপুর, রঙ্গা ছড়া, সুন্দরবন বাশতলা ছড়া, চারাগাও শুল্ক স্টেশন, কলাগাও ছড়া এলাকায় চোরাই পথে ভারতে গিয়ে গুহা থেকে কয়লা আনতে গিয়ে ১০ জন নিহত হন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি