বুধবার,৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ


টি-টোয়েন্টি থেকে অবসর নিলেন ডেভিড ওয়ার্নার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৬.২০২৪

স্পোর্টস ডেস্ক:

আগেই টি-টোয়েন্টি থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। জানিয়েছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার পরেই ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটকে বিদায় জানাবেন তিনি।

আজ আফগানিস্তানের কাছে বাংলাদেশের হারের পর অস্ট্রেলিয়ার সেমির স্বপ্ন ভেঙ্গে গেছে। এরপরই ওয়ার্নারের টি-টোয়েন্টি ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা নিজেদের ফেসবুক পেজে দিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।

ভারত ও আফগানিস্তানের বিপক্ষে হারের ফলে সমীকরণের মারপ্যাচে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ যাত্রা শেষ হয়েছে সুপার এইট থেকেই। তাই ভারতের বিপক্ষে ম্যাচই ডেভিড ওয়ার্নারের খেলা শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ হয়ে থাকলো।

গত গ্রীষ্মে টেস্ট ক্রিকেটকে বিদায় বলা ডেভিড ওয়ার্নার ওয়ানডে থেকে অবসর নিয়েছেন। এখন টি-টোয়েন্টি ক্যারিয়ার শেষ হলে কার্যত আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হলো ওয়ার্নারের।

ক্রিকেট অস্ট্রেলিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ডেভিড ওয়ার্নারের টি-টোয়েন্টি পরিসংখ্যান সম্বলিত পোস্টে তাকে ধন্যবাদ দিয়েছে।

অস্ট্রেলিয়ার পক্ষে ১১০ টি-টোয়েন্টি খেলে ৩২৭৭ রান করেছেন তিনি, সেটাও ১৪২.৪৭ স্ট্রাইক রেটে। ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছেন ডেভিড ওয়ার্নার। ৩৭ বছর বয়সী ওয়ার্নার ৪৯ সেঞ্চুরিতে আন্তর্জাতিক ক্যারিয়ারে করেছেন প্রায় ১৯ হাজার রান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি