স্টাফ রিপোর্টার:
কুমিল্লা কোতয়ালি থানা পরিদর্শন করেছেন সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
শনিবার (১০ আগষ্ট) বিকেল ৪ টায় কুমিল্লা সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি থানা পরিদর্শন করেন।
এ সময় কুমিল্লা সেনানিবাসের সিনিয়র কর্মকর্তারা ছাড়াও জেলা প্রশাসক খন্দকার মু: মুশফিকুর রহমান, কুমিল্লা পুলিশ সুপার মো: সাইদুল ইসলাম উপস্থিত ছিলেন।
কুমিল্লা সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম থানা পরিদর্শকালে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেনের সাথে কথা বলেন।
উল্লেখ্য যে, সরকার পতনের পর সারাদেশে হামলা-সহিংসতায় থানাগুলোতে লুটপাট-ভাংচুর হয়। এর ফলে স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটে। সম্প্রতি সেনাবাহিনীর পাহারায় ও সহযোগিতায় থানায় আবার স্বাভাবিক পরিবেশ ফিরে আসতে শুরু করেছে।