বৃহস্পতিবার,১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » আইন আদালত » ঢাবিতে পিটিয়ে হত্যা: ৬ শিক্ষার্থী আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিচ্ছেন


ঢাবিতে পিটিয়ে হত্যা: ৬ শিক্ষার্থী আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিচ্ছেন


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৯.২০২৪

পিটিয়ে হত্যাঢাবিতে পিটিয়ে হত্যা: ৬ শিক্ষার্থী আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিচ্ছেন

ডেস্ক রিপোর্ট:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিটুনিতে তোফাজ্জল নামে মানসিক ভারসাম্যহীন এক যুবককে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতারকৃত ঢাবির ৬ শিক্ষার্থী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

শুক্রবার মামলার তদন্ত কর্মকর্তা, শাহবাগ থানার উপ-পরিদর্শক আমিনুল ইসলাম, তাদের আদালতে হাজির করেন। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন তাদের জবানবন্দি রেকর্ড করেন।

জবানবন্দি দেওয়া ৬ শিক্ষার্থী হলেন: ফজলুল হক হল শাখা ছাত্রলীগের সাবেক উপ-বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এবং পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. জালাল মিয়া, মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের সুমন মিয়া, পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের মো. মোত্তাকিন সাকিন, গণিত বিভাগের আহসান উল্লাহ, ভূগোল বিভাগের আল হসাইন সাজ্জাদ ও ওয়াজিবুল আলম।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় বৃহস্পতিবার ফজলুল হক মুসলিম হল থেকে তাদের গ্রেফতার করা হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ১৮ সেপ্টেম্বর রাত ৭টা ৪৫ মিনিটে তোফাজ্জল নামে একজন যুবক সন্দেহজনকভাবে ফজলুল হক হলের গেটে ঘোরাফেরা করছিলেন। বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র তাকে ধরে প্রথমে হলের গেস্ট রুমে নিয়ে যায় এবং মোবাইল চুরির সন্দেহে এলোপাতাড়ি মারধর করে। পরে বুঝতে পারে তিনি মানসিক রোগী, তখন তাকে খাবার খাওয়ানো হয়। এরপর আবার হলের অন্য একটি গেস্ট রুমে নিয়ে হাত বেঁধে স্ট্যাম্প, হকিস্টিক ও লাঠি দিয়ে মারধর করা হয়, যাতে তিনি অজ্ঞান হয়ে পড়েন। রাত ১টার দিকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি