শুক্রবার,২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » আমরা সকলে একসাথে ঐক্যবদ্ধ হয়ে এদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব: ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি


আমরা সকলে একসাথে ঐক্যবদ্ধ হয়ে এদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব: ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৯.২০২৪

হাবিবুর রহমান মুন্না:

আসন্ন শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে রবিবার (২২ সেপ্টেম্বর) কুমিল্লা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলার ১৭টি উপজেলার শারদীয় দুর্গোৎসব পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সঙ্গে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ছাত্র আন্দোলনের গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে নতুন করে বাংলাদেশের স্বাধীন হয়েছে। তাদের এই আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ ফিরে পেয়েছে নতুন মাত্রা। এই বাংলাদেশে ধর্মীয় অনুষ্ঠান সবাই করবে এবং আমাদের ধর্মীয় অনুভুতি যে, আমরা এটা বিশ্বাস করি, ধর্ম যার যার রাষ্ট্র সবার, আমরা সকলে মিলে এই রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।

তিনি আরও বলেন, আপনাদের দূর্গাপূজাসহ অন্যান্য অনুষ্ঠানগুলোতে আপনাদের পাশের মুসলমান ভাইকে আপনাদের অনুষ্ঠানে নিমন্ত্রণ দেন, আমাদেরও ঈদসহ অন্যান্য অনুষ্ঠানগুলোতে আপনাদের দাওয়াত দিয়ে একসাথে অনুষ্ঠান উদযাপন করি এবং আমরা সকলে মিলে একসাথে ঐক্যবদ্ধ হয়ে এ দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।

অনুষ্ঠানের সভাপতির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা প্রশাসক মো.আমিরুল কায়ছার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া, সকল উপজেলার নির্বাহী অফিসার, র‌্যাবের কর্মকর্তা, কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুল বারী আবু ও সদস্য সচিব ইউছুফ মোল্লা টিপু,বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ আরও অনেকে।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি