বিগত সরকার পুরো সিস্টেম দুর্নীতিগ্রস্ত করে ফেলেছে: নৌপরিবহন উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের বস্ত্র ও পাট এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, গত ১৫ বছরে যে সরকার ছিল, তারা পুরো সিস্টেমকে দুর্নীতিগ্রস্ত করে ফেলেছে। আমি দুটি মন্ত্রণালয়ে দায়িত্বে আছি। এই দুটি ক্ষেত্রে কেবল সাগর নয়, বরং পুরো প্রশান্ত মহাসাগর চুরি হয়েছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসা অত্যন্ত কঠিন। কোনো বিভাগ নেই, কোনো সিস্টেম নেই যা দুর্নীতিগ্রস্ত হয়নি। বস্ত্র ও পাট মন্ত্রণালয় প্রায় ধ্বংসের পর্যায়ে পৌঁছেছে।
রোববার (২২ সেপ্টেম্বর) দুই দিনের সফরে বরিশালে এসে মেরিন একাডেমি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এর আগে একাডেমির প্যারেড গ্রাউন্ডে অভিবাদন গ্রহণ ও বৃক্ষ রোপণ করেন।
সাখাওয়াত হোসেন আরও বলেন, যে অবস্থায় মন্ত্রণালয়গুলো রয়েছে, সেখান থেকে উত্তরণের চেষ্টা করা হচ্ছে। তবে এটি ২-৩ বছরের মধ্যে ঠিক করা সম্ভব নয়। সরকারি পাটকলগুলো বন্ধ রয়েছে, তবে সেগুলো লিজ দিয়ে পুনরায় চালু করার চেষ্টা চলছে।
বাংলাদেশের মেরিনদের আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্যতা বাড়াতে দুবাই ও সিঙ্গাপুরে নতুন দুটি পদ সৃষ্টি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, নৌপরিবহন মন্ত্রণালয়ে কিছু প্রকল্প রয়েছে, যেগুলোর উদ্দেশ্য অনেকেই জানেন না।
সবাইকে আইন মেনে চলার আহ্বান জানিয়ে সাখাওয়াত হোসেন বলেন, আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। পাহাড়ি অঞ্চলে সবসময় সমস্যা ছিল, যেখানে বাঙালি ও অবাঙালি ছাড়াও আরও ১৩-১৪টি সম্প্রদায় রয়েছে। সম্প্রীতি বজায় রাখতে হলে পাহাড়িদের দুঃখ-বেদনা বুঝতে হবে। কেউ যেন সাম্প্রদায়িক উসকানি দিতে না পারে, সেদিকে সবারই খেয়াল রাখা উচিত। সম্প্রীতি না থাকলে সবার ক্ষতি হবে। তিনি আরও বলেন, কোনো ধরনের মব অ্যাটাক সহ্য করা হবে না।
এ সময় মেরিন একাডেমি ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।