৩০ নভেম্বরের মধ্যে সম্পদের হিসাব জমা দিতে হবে সকল সরকারি কর্মচারীকে
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সম্পদের হিসাব জমাদানের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এ বছর আগামী ৩০ নভেম্বরের মধ্যে সকল সরকারি কর্মচারীকে তাদের সম্পদের হিসাব জমা দিতে হবে। তবে আগামী বছর থেকে প্রতি বছর ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পদের হিসাব জমা দেওয়ার বাধ্যবাধকতা থাকবে।
রোববার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে একটি সংবাদ সম্মেলনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান এই তথ্য জানান। তিনি বলেন, সরকারি কর্মচারীদের আচরণবিধি, ১৯৭৯ অনুযায়ী প্রায় ১৫ লাখ সরকারি কর্মচারীকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের কাছে সম্পদের হিসাব জমা দিতে হবে। এ বছর যেহেতু নতুন বছরের শুরুতে নয়, মাঝপথে দায়িত্ব শুরু হয়েছে, তাই ৩০ নভেম্বরের মধ্যে সম্পদের হিসাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সম্পদের হিসাব সিলগালা করা খামে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। যদি কোনো ভুল তথ্য প্রদান করা হয় বা সম্পদের তথ্য গোপন করা হয়, তা শাস্তিযোগ্য অপরাধ হিসাবে বিবেচিত হবে এবং ১৯৭৯ সালের বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সরকারি কর্মচারীদের জন্য নির্ধারিত ছকে সম্পদ বিবরণী জমা দিতে হবে, যা জনপ্রশাসন মন্ত্রণালয় ও অন্যান্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে। এছাড়া, সম্পদ বিবরণী গোপনীয় দলিল হিসাবে বিবেচিত হবে এবং এটি তথ্য অধিকার আইন, ২০০৯ এর আওতায় আসবে না।
মোখলেস উর রহমান জানান, নির্ধারিত সময়ের মধ্যে সম্পদের হিসাব জমা না দিলে বা ভুল তথ্য প্রদান করলে, সরকারি কর্মচারী আচরণবিধি অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে লঘুদণ্ড এবং গুরুদণ্ড আরোপ করা হতে পারে, যা পদোন্নতি স্থগিত থেকে শুরু করে চাকরি থেকে অপসারণের মতো গুরুতর শাস্তির মধ্যে অন্তর্ভুক্ত থাকবে।