বৃহস্পতিবার,১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » ফুটবল থেকে অবসর নিলেন বিশ্বকাপজয়ী ফ্রান্সের রাফায়েল ভারানে


ফুটবল থেকে অবসর নিলেন বিশ্বকাপজয়ী ফ্রান্সের রাফায়েল ভারানে


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৯.২০২৪

বিশ্বকাপজয়ী ফ্রান্সেরফুটবল থেকে অবসর নিলেন বিশ্বকাপজয়ী ফ্রান্সের রাফায়েল ভারানে

 

স্পোর্টস ডেস্ক:

ফ্রান্সের ২০১৮ সালের বিশ্বকাপজয়ী রাফায়েল ভারানে আজ ঘোষণা দিয়েছেন যে তিনি আর ঘরোয়া বা আন্তর্জাতিক কোনো ফুটবল খেলবেন না। ইনজুরির কারণে বাধ্য হয়ে বুধবার এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

গত মে মাসে এফএ কাপের ফাইনাল খেলার পর ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বিদায় নেন ভারানে। তারপর ইতালির ক্লাব কোমোতে যোগ দেন। কিন্তু কোপা ইতালিয়ার ম্যাচ চলাকালীন ইনজুরিতে পড়েন, যা থেকে তিনি আর পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। এই চোটের কারণেই ফুটবল থেকে অবসর নিতে বাধ্য হন।

তবে খেলোয়াড় হিসেবে বিদায় নিলেও কোমো ক্লাবে নতুন ভূমিকায় দেখা যাবে ভারানেকে, যদিও তার ভূমিকা কী হবে তা এখনও জানা যায়নি।

ইনস্টাগ্রামে দেওয়া বিদায়ী বার্তায় ভারানে লেখেন, ‘সব কিছুরই একদিন শেষ হয়। আমি আমার ক্যারিয়ারে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি, যেগুলো একসময় অসম্ভব বলে মনে হয়েছিল। অসাধারণ কিছু মুহূর্ত এবং স্মৃতি রয়েছে যা চিরকাল আমার সাথে থাকবে। এই স্মৃতির কথা ভেবে আমি গর্বের সাথে ফুটবল থেকে অবসরের ঘোষণা দিচ্ছি।’

তিনি আরও লেখেন, ‘যে সকল ক্লাবে খেলেছি তাদের সমর্থকদের, সতীর্থদের, কোচ এবং কর্মীদের ধন্যবাদ জানাচ্ছি। এই যাত্রা আমার প্রত্যাশার চেয়েও বেশি স্মরণীয় হয়ে উঠেছে। ধন্যবাদ ফুটবল। ভালোবাসা সহ, রাফা।’

ভারানে তার ক্যারিয়ার শুরু করেন ফ্রান্সের লেন্স ক্লাব থেকে। ২০১১ সালে তিনি যোগ দেন রিয়াল মাদ্রিদে, যেখানে তিনি তিনটি লা লিগা ও চারটি চ্যাম্পিয়নস লিগসহ ১৮টি মেজর ট্রফি জেতেন। ২০২১ সালে তিনি ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন এবং ক্লাবটিকে কারাবাও কাপ ও এফএ কাপ জেতাতে সাহায্য করেন। জাতীয় দলের হয়ে তিনি ৯৩টি ম্যাচ খেলেছেন এবং ২০১৮ সালের বিশ্বকাপ ও ২০২১ সালের নেশনস লিগ জিতেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি