বৃহস্পতিবার,১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে অনুপ্রবেশকালে ৩ জন আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৯.২০২৪

অবৈধভাবে ভারত হতেঅবৈধভাবে ভারত হতে বাংলাদেশে অনুপ্রবেশকালে ৩ জন আটক

হাবিবুর রহমান মুন্না:

অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে অনুপ্রবেশকালে ৩ জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে ৬০ বিজিবি।

সোমবার ( ৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টায় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধীনস্থ সংকুচাইল বিওপির টহল দল সীমান্ত এলাকায় টহল পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২০৬৩/১৬-এস হতে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভবেরমোড়া নামক স্থানে বাংলাদেশী নাগরিক মোঃ ওসমান (২৪) তার স্ত্রী ইন্নাকা (২১) ও মেয়ে সুমাইয়াকে (০৩) আটক করেছে । তারা পটুয়াখালি জেলার গলাচিপা উপজেলার পাচঁবুনিয়া গ্রামের বাসিন্দা। তারা পাসপোর্টবিহীন ভারত হতে বাংলাদেশে প্রবেশের প্রাক্কালে বিজিবি টহল দল তাদেরকে আটক করে।

আটককৃত ব্যক্তিদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, গত ২৯ জানুয়ারি অবৈধভাবে যশোর সীমান্ত দিয়ে বাংলাদেশী দালাল মোঃ রবিউল ইসলাম এর সহায়তায় ভারতে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করার উদ্দেশ্যে গমন করার পর তারা ভারতের বেঙ্গালুর শহরে অবস্থান করে। সম্প্রতি মোঃ ওসমানের স্ত্রী ইন্নাকা অসুস্থতাজনিত কারণে ভারতীয় দালাল মোঃ শরীফ হোসেনের সহায়তায় উল্লিখিত সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে অনুপ্রবেশ করে। আটককৃত ব্যক্তিদের নিকট হতে তাদের ব্যবহৃত একটি এ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। তাদেরকে বুড়িচং থানায় হস্তান্তর করা হয়েছে ।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি