রবিবার,১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » ম্যারাডোনার দেহাবশেষ কবরস্থান থেকে সরানোর অনুমতি আদালতের


ম্যারাডোনার দেহাবশেষ কবরস্থান থেকে সরানোর অনুমতি আদালতের


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.১০.২০২৪

ম্যারাডোনার

ম্যারাডোনার দেহাবশেষ কবরস্থান থেকে সরানোর অনুমতি আদালতের

স্পোর্টস ডেস্কঃ

দিয়েগো ম্যারাডোনার দেহাবশেষ কবরস্থান থেকে সরানোর অনুমতি দিয়েছেন আর্জেন্টিনার একটি আদালত। গতকাল দেশটির রাজধানী বুয়েনস এইরেসের কেন্দ্রস্থলে ফুটবল ঈশ্বরের জন্য সমাধিস্তম্ভ বানিয়ে সেখানে দেহাবশেষ স্থানান্তর করার নির্দেশ দেওয়া হয়। আদালত ম্যারাডোনার কন্যাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগে ২০২০ নভেম্বরে ৬০ বছর বয়সে মস্তিষ্কে অস্ত্রোপচারের পর মারা যান ম্যারাডোনা। বুয়েনস এইরেসে একটি বাসা ভাড়া করে ম্যারাডোনাকে সেখানে রাখা হয়েছিল। অস্ত্রোপচারের দুই সপ্তাহ পর ম্যারাডোনাকে তার বিছানায় মৃত পাওয়া যায়। হার্ট অ্যাটাকে মারা যান সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার।

ছিয়াশির বিশ্বকাপজয়ীর মেয়েরা অনুরোধ করেছিলেন, ‘এম১০ মেমোরিয়াল’ নামে একটি স্মৃতিস্তম্ভ বানিয়ে তাদের বাবার দেহাবশেষ যেন সেখানে স্থানান্তর করা হয়। এ নিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, যে আদালত কিংবদন্তির দেহাবশেষ স্থানান্তরের অনুমোদন দিয়েছেন, সেই একই আদালত ম্যারাডোনার মৃত্যুর পেছনে তার চিকিৎসক দলের কোনো ধরনের অবহেলা ছিল কি না, সে বিষয়ে তদন্ত করছেন।

এদিকে আর্জেন্টিনার সংবাদমাধ্যম বুয়েনস এইরেস টাইমস জানিয়েছে, সান ইসিদ্রোর তিন নম্বর ফৌজদারি আদালতে ম্যারাডোনার দেহাবশেষ স্থানান্তরের নির্দেশ দিয়েছেন। বুয়েনস এইরেসের উত্তর–পশ্চিমাঞ্চলে বেলা ভিস্তায় এখন সমাহিত আছেন ম্যারাডোনা। পুয়ের্তো মাদেরোয় সমাধিস্তম্ভ বানিয়ে সেখানে তাঁর দেহাবশেষ স্থানান্তর করা হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি