শনিবার,১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » বিনোদন » ওয়াকারের প্রেমে মগ্ন অনন্যা, বান্ধবীকে খোঁচা দিয়ে যা বললেন সুহানা


ওয়াকারের প্রেমে মগ্ন অনন্যা, বান্ধবীকে খোঁচা দিয়ে যা বললেন সুহানা


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.১০.২০২৪

ওয়াকারের প্রেমে মগ্ন অনন্যাওয়াকারের প্রেমে মগ্ন অনন্যা, বান্ধবীকে খোঁচা দিয়ে যা বললেন সুহানা

ডেস্ক রিপোর্ট:

বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে এতদিন প্রেম নিয়ে চুপ ছিলেন। তবে তার জন্মদিনে সেই গোপন প্রেমের খবর ফাঁস করলেন তার কথিত প্রেমিক ওয়াকার ব্লাঙ্কো। প্রিয় বান্ধবী ও শাহরুখ খানের মেয়ে সুহানা খানও এই নিয়ে মজার ছলে প্রতিক্রিয়া দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

অনন্যা পান্ডে বর্তমানে প্রেম করছেন, এবং এই খবরটি প্রিয় বান্ধবী সুহানা খান তার ইনস্টাগ্রাম পোস্টে প্রকাশ করেছেন। অনেক দিন ধরেই গুঞ্জন ছিল যে, আম্বানিদের কর্মী এবং সাবেক মডেল ওয়াকার ব্লাঙ্কোর সঙ্গে সম্পর্কে আছেন অনন্যা। তবে এতদিন মুখে কুলুপ এঁটেছিলেন তিনি। কিন্তু বুধবার, তার জন্মদিনে ওয়াকার সোশ্যাল মিডিয়ায় তাকে শুভেচ্ছা জানিয়ে লিখলেন, “শুভ জন্মদিন সুন্দরী। তুমি আমার জন্য খুবই স্পেশ্যাল। আই লাভ ইউ, অ্যানি।” ওয়াকারের এই পোস্ট দেখে তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন আরও বেড়ে গেছে।

এদিকে, প্রিয় বান্ধবীর প্রেমের বার্তা দেখে চুপ থাকতে পারেননি সুহানা খানও। তিনি মজার ছলে অনন্যাকে দুবার “আই লাভ ইউ” লিখে জন্মদিনের শুভেচ্ছা জানান। নেটিজেনদের মধ্যে মজার প্রতিক্রিয়া শুরু হয়েছে— কে বেশি ভালোবাসেন অনন্যাকে, ওয়াকার না সুহানা!

জানা গেছে, আম্বানিদের এক ক্রুজ পার্টিতে প্রথম দেখা হয় অনন্যা এবং ওয়াকারের। এরপর তাদের একসঙ্গে দেখা গেছে আম্বানি পরিবারের বিয়ের আসরেও, যেখানে নাচের ফাঁকে তারা দুজন একে অপরের প্রতি আবেগ প্রকাশ করছিলেন। সেই বিশেষ মুহূর্তে অনন্যা ওয়াকারকে তার সঙ্গী হিসেবে পরিচয় দিয়েছিলেন বলে জানিয়েছেন অনন্যার ঘনিষ্ঠ একটি সূত্র।

প্রেম নিয়ে অনন্যা এখনো মুখে কুলুপ আঁটলেও, তার প্রেমিকের এটি প্রকাশ্যে আনতে কোনো দ্বিধা নেই বলে মনে হচ্ছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি