ঢাবি শিক্ষার্থীদের দাবি: ডাকসু নির্বাচনের রোডম্যাপ ৭২ ঘণ্টার মধ্যে প্রকাশিত হোক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন, ‘‘আমরা উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন আয়োজন করতে চাই। দীর্ঘদিন পর ক্যাম্পাসে মুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে দ্রুততম সময়ে নির্বাচন সম্পন্ন করতে চাই। তবে এক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন।’’
শুক্রবার (৩ জানুয়ারি) বেলা ১০:৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন ঢাবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
উপাচার্য বলেন, ‘‘ডাকসু নির্বাচন নিয়ে আমরা অত্যন্ত আগ্রহী। আমাদের ইচ্ছা, সব পক্ষ মিলে ঐক্যমত্যে পৌঁছাক। যাতে সবার অংশগ্রহণ নিশ্চিত করা যায়।’’
তিনি আরও বলেন, ‘‘সব ছাত্র সংগঠনের সঙ্গে আলোচনা করে ডাকসু নির্বাচনের রোডম্যাপ তৈরি করা হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এই নির্বাচনের বিষয়ে আন্তরিক।’’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন, ‘‘আমরা উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন আয়োজন করতে চাই। দীর্ঘদিন পর ক্যাম্পাসে মুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে দ্রুততম সময়ে নির্বাচন সম্পন্ন করতে চাই। তবে এক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন।’’
শুক্রবার (৩ জানুয়ারি) বেলা ১০:৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন ঢাবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
উপাচার্য বলেন, ‘‘ডাকসু নির্বাচন নিয়ে আমরা অত্যন্ত আগ্রহী। আমাদের ইচ্ছা, সব পক্ষ মিলে ঐক্যমত্যে পৌঁছাক। যাতে সবার অংশগ্রহণ নিশ্চিত করা যায়।’’
তিনি আরও বলেন, ‘‘সব ছাত্র সংগঠনের সঙ্গে আলোচনা করে ডাকসু নির্বাচনের রোডম্যাপ তৈরি করা হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এই নির্বাচনের বিষয়ে আন্তরিক।’’