লন্ডনে ফ্ল্যাট উপহার: টিউলিপের বোন আজমিনার নতুন বিতর্কিত সম্পদ
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর গত বছরের আগস্টে শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে বাধ্য হয়ে ভারতে পলায়ন করেন। অন্তর্বর্তী সরকার তাকে “গণহত্যা, হত্যা ও মানবতাবিরোধী অপরাধের” অভিযোগে অভিযুক্ত করেছে। এসব অভিযোগের মধ্যে অন্তত ৮০০ বিক্ষোভকারীর মৃত্যুর বিষয়টি অন্তর্ভুক্ত। এছাড়াও তার বিরুদ্ধে দুর্নীতি ও তহবিল তছরুপের অভিযোগ আনা হয়েছে।
শেখ হাসিনার পতনের পর তার পরিবার ও ঘনিষ্ঠজনদের সম্পদ নিয়ে একের পর এক নতুন তথ্য প্রকাশ্যে আসছে। সম্প্রতি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে উপহার দেওয়া একটি বাড়ি এবং তার ছোট বোন আজমিনা সিদ্দিক রূপন্তিকে দেওয়া আরেকটি ফ্ল্যাটের খোঁজ পাওয়া গেছে। জানা গেছে, আওয়ামী লীগ ঘনিষ্ঠ এক আইনজীবী মঈন গনি আজমিনাকে উত্তর লন্ডনের হ্যাম্পস্টেড এলাকার ফিঞ্চলে রোডে ফ্ল্যাটটি উপহার দিয়েছিলেন।
ব্রিটিশ গণমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, লন্ডনের কিংসক্রস এলাকায় টিউলিপ সিদ্দিককে একটি ব্যয়বহুল ফ্ল্যাট উপহার দিয়েছেন আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যবসায়ী আবদুল মোতালিফ। ভূমি রেজিস্ট্রি নথিতে এ তথ্য উঠে এসেছে।
অন্যদিকে, দ্য টেলিগ্রাফ প্রকাশ করেছে, ২০০৯ সালে মঈন গনি আজমিনা সিদ্দিকের নামে ফ্ল্যাটটি হস্তান্তর করেন। ভূমি রেজিস্ট্রি নথিতে কোনো আর্থিক লেনদেনের উল্লেখ নেই। জানা যায়, অক্সফোর্ডে পড়াশোনার সময়, যখন আজমিনা মাত্র ১৮ বছর বয়সী, তখন তিনি ফ্ল্যাটটি উপহার পান।
আজমিনার নামে থাকা ফ্ল্যাটে একসময় টিউলিপ সিদ্দিক বসবাস শুরু করেন। তবে তিনি ঠিক কবে সেখানে উঠেছিলেন তা স্পষ্ট নয়। ২০১২ সালের ডিসেম্বরের পর, তিনি ওয়ার্কিং মেনস কলেজের পরিচালক হিসেবে নিযুক্ত হলে, এই ফ্ল্যাটটি তার ঠিকানা হিসেবে নথিভুক্ত হয়।
২০১৪ সালে তিনি ক্যামডেন আর্টস সেন্টারের দাতব্য প্রতিষ্ঠানের জন্য এবং হ্যাম্পস্টেড ওয়েলস অ্যান্ড ক্যাম্পডেন ট্রাস্টের ট্রাস্টি হিসেবে একই ঠিকানা ব্যবহার করেন।
পরবর্তীতে, টিউলিপের স্বামী ক্রিশ্চিয়ান পার্সিও ২০১৬ সালের শেষ দিকে এই ফ্ল্যাটটির ঠিকানা ব্যবহার করেন। সেই সময় টিউলিপ হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্নের লেবার এমপি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
২০২১ সালে আজমিনা ফ্ল্যাটটি ৬ লাখ ৫০ হাজার পাউন্ডে বিক্রি করেন।
এ বিষয়ে টিউলিপ সিদ্দিক কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, তিনি কেবল কিছু সময়ের জন্য তার বোনের ফ্ল্যাটে বসবাস করেছিলেন।