বুধবার,৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ


বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমল


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৬.২০২৫


ডেস্ক রিপোর্ট:

সপ্তাহের শুরুতে স্বর্ণের দাম কিছুটা কমলেও বর্তমানে তা এখনও উচ্চ পর্যায়ে রয়েছে। বিশ্বব্যাপী অর্থনৈতিক ও রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যেই বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণকেই বেছে নিচ্ছেন। এতে দামে বড় কোনো পরিবর্তন না দেখা গেলেও বাজারে চলছে কিছুটা অস্থিরতা। খবর দিয়েছে খালিজ টাইমস।

দুবাইয়ের বাজারে সকালে ২৪ ক্যারেট স্বর্ণের দাম ছিল গ্রামপ্রতি ৩৯৮.৫০ দিরহাম। এছাড়া ২২ ক্যারেট, ২১ ক্যারেট ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম যথাক্রমে ৩৬৯, ৩৫৪ ও ৩০৩ দিরহামে বিক্রি হচ্ছিল। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আউন্সপ্রতি ৩,৩০৮.০৫ ডলার ছিল, যা আগের দিনের তুলনায় ০.৭৭ শতাংশ কম।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের চাকরির বাজার সংক্রান্ত সাম্প্রতিক তথ্য, সুদের হার নিয়ে রাজনৈতিক চাপ এবং ফেডারেল রিজার্ভের নীতিনির্ধারণ—এসব কিছুই স্বর্ণের দামে সাময়িক ওঠানামার কারণ হয়ে দাঁড়িয়েছে।

এদিকে শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুদের হার ১ শতাংশ কমানোর প্রয়োজনীয়তা উল্লেখ করে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েলের সমালোচনা করেন। তার এই মন্তব্য বাজারে নতুন করে অনিশ্চয়তার সৃষ্টি করেছে।

বিশ্লেষক বেলবারকা বলেন, “ফেডারেল রিজার্ভ আগেও রাজনৈতিক চাপ মোকাবিলা করেছে, কিন্তু এবার বাজার প্রশ্ন করছে—ফেড কি সত্যিই স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবে? এই অনিশ্চয়তা বিনিয়োগকারীদের স্বর্ণের দিকে ঝুঁকতে বাধ্য করছে, কারণ তারা এটিকে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে বিবেচনা করছেন।”

তিনি আরও যোগ করেন, “বর্তমানে স্বর্ণের দাম কিছুটা ওঠানামা করছে। শক্তিশালী অর্থনৈতিক তথ্যের ভিত্তিতে সুদের হার না কমার সম্ভাবনা থাকলেও, অনেকে এখনও হার কমানোর প্রত্যাশায় রয়েছেন। আজ কোনো বড় অর্থনৈতিক তথ্য প্রকাশ না হওয়ায় বাজারের মনোভাবই দাম নির্ধারণে প্রধান ভূমিকা রাখছে।”

তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, “যদি ট্রাম্প আবার কোনো উত্তেজনাকর মন্তব্য করেন বা চীনের সঙ্গে বাণিজ্যিক উত্তেজনা বাড়ে, তাহলে স্বর্ণের দাম আউন্সপ্রতি ৩,৩৫০ ডলার পর্যন্ত বাড়তে পারে। অন্যদিকে, ফেডারেল রিজার্ভ যদি কঠোর অবস্থান নেয়, তাহলে দাম ৩,৩০০ ডলারের কাছাকাছি স্থিতিশীল থাকতে পারে।”



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি