সোমবার,২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


এবার বেবিবাম্প নিয়ে মুখ খুললেন দীপিকা পাড়ুকোন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৫.২০২৪


বিনোদন ডেস্ক:

অন্তঃসত্ত্বা হওয়া সত্ত্বেও মাতৃত্বকালীন ছুটি নেননি দীপিকা পাড়ুকোন বরং কাজ চালিয়ে গেছেন। কখনও সিনেমা নিয়ে ব্যস্ত আবার কখনওবা নিজের প্রসাধনী ব্র্যান্ডের জন্য।

তবে গর্ভবতী দীপিকাকে কাজ করতে দেখে নেটিজেনরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রেগনেন্সি ভুয়ো এমন মন্তব্য করেছেন। এবার বেবিবাম্প নিয়ে মুখ খুললেন এ অভিনেত্রী।

শুক্রবার দীপিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন। নিজের ব্র্যান্ডের পণ্যের প্রচারের জন্য সেই ভিডিও তৈরি। যেখানে হলুদ গাউনে তাকে দেখা যায়, পাশাপাশি সেই ভিডিওতে তার বেবিবাম্প স্পষ্ট ফুটে ওঠে।

সেই পোস্টে একজন লিখেছেন, দীপিকা পাডুকোন নিজের গণতান্ত্রিক দায়িত্ব পালন করতে বাড়ির বাইরে বেরিয়েছিলেন। তার চেহারা দেখতে কেমন লাগছে বা তার অন্তঃসত্ত্বা হওয়ার খবরে আপনাদের প্রতিক্রিয়া কেমন, তা তিনি জানতে চাননি। ওর জীবনের কোনও কিছু নিয়েই আপনাদের মন্তব্য করার কোনও অধিকার নেই। এখনই এ আচরণ বন্ধ করুন।

ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সফল অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ২০০৭ সালে ‘ওম শান্তি ওম’ ছবির হাত ধরে ক্যারিয়ার শুরু করেছিলেন। ১৫ বছরে একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়েছেন ভক্তদের। অভিনয় করেছেন হলিউডের ছবিতেও।

২০২২ সালে কান ফিল্ম ফেস্টিভ্যালের প্রধান বিচারকদের তালিকায় জায়গা করে নিয়েছিলেন। অভিনয়ের পাশাপাশি ফ্যাশন দুনিয়ার অন্যতম নাম দীপিকা। বর্তমানে ‘লুই ভিটন’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর তিনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি