শেখ হাসিনার ফেসবুকে ভাইরাল হওয়া পদত্যাগপত্রটি ভুয়া: আওয়ামী লীগ
ছাত্র-জনতার গণবিপ্লবের মুখে গত ৫ আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন। দীর্ঘ ৬ সপ্তাহ পরে শেখ হাসিনার পদত্যাগপত্র প্রকাশিত হয়, যা ফেসবুকে ভাইরাল হয়ে ওঠে। তবে আওয়ামী লীগ দাবি করেছে যে, ফেসবুকে ভাইরাল হওয়া পদত্যাগপত্রটি ভুয়া।
আওয়ামী লীগ তাদের ফেসবুক পেজে দাবি করেছে, এই পদত্যাগপত্রটির সত্যতা নিয়ে কিছু কারণ উল্লেখ করেছে:
১. পদত্যাগপত্রে এখনও মুজিববর্ষের লোগো ব্যবহার করা হয়েছে, যা ২০২১ সালে শেষ হয়েছে। ২. পদত্যাগপত্রটি অত্যন্ত অস্পষ্ট। ৩. পদত্যাগপত্রের ভাষা অযথা এবং উদ্দেশ্যহীন। ৪. শেখ হাসিনার স্বাক্ষর গুগল থেকে নেওয়া হয়েছে, যেখানে স্বাক্ষরের অংশের পিক্সেল পার্থক্য স্পষ্ট। ৫. ৫ আগস্ট ছিল ২১ শ্রাবণ, কিন্তু পদত্যাগপত্রে ২০ শ্রাবণ উল্লেখ করা হয়েছে।
এছাড়াও, আওয়ামী লীগ মন্তব্য করেছে যে, দেশের মিডিয়া এই ধরনের পদত্যাগপত্র প্রকাশ করে নিজেদেরকে হাসির পাত্র বানাচ্ছে। শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি এবং তিনি সরাসরি তেজগাঁও থেকে বিমানে করে ভারতে চলে গেছেন। তিনি ভারতে পালিয়ে যাওয়ার পর এক বার্তায় বলেছেন, তিনি পদত্যাগ করেননি এবং এখনো বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী। তার ছেলে সজিব ওয়াজেদ জয়ও বলেছেন, তার মা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি।