মঙ্গলবার,১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


SMS এর মাধ্যমে যেভাবে HSC Result 2025 জানবেন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.১০.২০২৫

ডেস্ক রিপোর্ট:

এইচএসসি পরীক্ষা বাংলাদেশের প্রতিটি শিক্ষার্থীর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মঞ্চ। এই পরীক্ষায় উতরে গেলেই কেবল উচ্চশিক্ষার সুযোগ পাওয়া যায়। লাখো লাখো শিক্ষার্থী প্রতি বছর এই পরীক্ষা দিয়ে থাকেন। এ বছরও এর ব্যত্যয় ঘটেনি।

২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল এসএমএসের মাধ্যমে জানা যাবে খুব সহজেই। মোবাইল ফোন থেকে এসএমএস পাঠিয়ে ফলাফল জানা যায়। সেক্ষেত্রে শিক্ষার্থীদের নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে:

ধাপ ১: নির্দিষ্ট ফরম্যাটে এসএমএস টাইপ করুন
প্রথমে, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে এই নির্দিষ্ট ফরম্যাটে মেসেজ টাইপ করতে হবে:
HSC বোর্ডের নাম (প্রথম তিন অক্ষর) রোল নম্বর ২০২৫
উদাহরণ: HSC DHA 123456 2025

ধাপ ২: মেসেজ পাঠান
এবার, টাইপ করা মেসেজটি 16222 নম্বরে পাঠিয়ে দিন।

ধাপ ৩: ফলাফল প্রাপ্তি
কিছুক্ষণের মধ্যেই ফিরতি মেসেজের মাধ্যমে আপনার ফলাফল জানিয়ে দেওয়া হবে।

SMS Format for different boards:

Board Name Format

Dhaka Board HSC DHA 227755 2025

Chittagong Board HSC CHI 227755 2025

Rajshahi Board HSC RAJ 227755 2025

Comilla Board HSC COM 227755 2025

Jessore Board HSC JES 227755 2025

Barisal Board HSC BAR 227755 2025

Sylhet Board HSC SYL 227755 2025

Dinajpur Board HSC DIN 227755 2025

Mymensingh Board HSC MYM 227755 2025

Madrasah Board ALIM MAD 227755 2025

Technical Board HSC TEC 227755 2025



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি