মোবারক হোসেন ভুইয়া, জেদ্দা প্রতিনিধি,
জেদ্দা,বৃহস্পতিবার (বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০১৫) বাংলাদেশের সাথে মিল রেখে সৌদি আরবের জেদ্দায় কন্সুল্যাটে পালিত হয়েছে ৪৪তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।
সৌদি লোকাল সময় সকাল ৮টায় জাতীয় সংগীত পরিবেশন করেন, কন্সুল্যাটের কর্মকর্তা বৃন্দ, রাজনৈতিক সামাজিক, বাংলা ও ইংলিশ স্কুল এর শিক্ষার্থিরা।
এ সময় মহামান্য রাষ্ট্রপ্রতি, প্রধান মন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রীর বাণি পাট করে শুনান জেদ্দা কন্সুল্যাটের উর্দতম কর্মকর্তারা।
স্বাধীনতা দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন জেদ্দার কনসাল জেনারেল এ কে এম শহিদুল করিম।
এ কে এম শহীদুল করিম বলেন, ২৬শে মার্চ আমাদের জাতির আত্মপরিচয় অর্জনের দিন। পরাধীনতার শিকল ভাঙ্গার দিন। স্বাধীনতা দিবসের এই মাহেন্দ্রক্ষণে আমি গভীর শ্রদ্ধা জানাই বাঙালি জাতির মুক্তি সংগ্রামের মহানায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি মুক্তিযুদ্ধের বন্ধু-সুহৃদ, বিশাল হৃদয় বিদেশি বন্ধুদের।
শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতাকে, যারা মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। সম্মান জানাই যুদ্ধাহত মুক্তিযুদ্ধাসহ সকল মুক্তিযুদ্ধাদের।
এছাড়া বাংলা ও ইংলিশ স্কুলে স্বাধীনতা দিবসের বিভিন্ন কর্মসূচীর আয়োজন করে।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় জেদ্দা ক্রাউন হোটেলে জেদ্দাস্থ বাংলাদেশ কন্সুল্যাট বিভিন্ন দেশের কূটনৈতিক ও প্রবাসী বিশিষ্ট নাগরিকদের সন্মানে এক আলোচনা সভা ও নৈষভোযের আয়োজন করে।