শনিবার,১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


ফের বিয়ের পিঁড়িতে শমী কায়সার


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.১০.২০২০

ডেস্ক রিপোর্ট:

ফের বিয়ের পিঁড়িতে বসেছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার। রাজধানীর ইস্কাটনের বাসায় শুক্রবার রাতে ব্যবসায়ী রেজা আমিন সুমনের সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন শমী কায়সার।

শমী কায়সারের বন্ধু নির্মাতা চয়নিকা চৌধুরী এক ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে শামীর বাসায় ছোট আয়োজনে বিয়ে সম্পন্ন হয়।

বিভিন্ন গণমাধ্যমের খবর অনুসারে, এটি শমী কায়সারের তৃতীয় বিয়ে। এর আগে ১৯৯৯ সালে ভারতের নাগরিক ব্যবসায়ী অর্ণব ব্যানার্জি রিঙ্গোকে বিয়ে করেন শমী। দুই বছর পর তাঁদের বিচ্ছেদ হয়। এরপর ২০০৮ সালের জুলাইয়ে শিক্ষক মোহাম্মদ আরাফাতকে বিয়ে করেন শমী। তবে সে সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি।

জানা গেছে, শমী কায়সারের বর্তমান স্বামী রেজা আমিন সুমন ইউরো-ভিজিল (প্রাইভেট) লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা। এটি তাঁর দ্বিতীয় বিয়ে।

নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার বর্তমানে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সভাপতি এবং এফবিসিসিআইয়ের পরিচালক।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি