শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


যেভাবে সহজে বানাবেন ম্যাঙ্গো কুলফি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৫.২০২১

ডেস্ক রিপোর্টঃ

এখন গরমকাল। এ সময় ঠাণ্ডাজাতীয় খাবার খেতে অনেকেই পছন্দ করেন। আর যাঁদের কুলফি পছন্দ, তাঁদের নিশ্চয়ই প্রিয় ম্যাঙ্গো কুলফি। জেনে নেই কীভাবে ঘরে ঝটপট ম্যাঙ্গো কুলফি তৈরি করবেন।

ম্যাঙ্গো কুলফি তৈরি করতে উপাদানও কম লাগে আর তৈরি হয় চটজলদি। চলুন, এক ঝলকে দেখে নিই কীভাবে ম্যাঙ্গো কুলফি তৈরি করবেন—

উপকরণ

১. একটি আম (কেটে নিন)

২. দুই টেবিল চামচ ক্রিম

৩. দুই টেবিল চামচ কনডেন্স মিল্ক

৪. সামান্য পরিমাণ চিনি

৫. কাঠবাদামকুচি

প্রস্তুত প্রণালি

প্রথমে ব্লেন্ডারে আম নিন। এতে ক্রিম, কনডেন্স মিল্ক, কাঠবাদামকুচি, চিনি ও ম্যাঙ্গো মিল্ক দিয়ে ভালোভাবে ব্লেন্ড করুন। ব্যস, হয়ে গেল মজাদার ম্যাঙ্গো কুলফি। এবার পরিবেশন করুন। বাচ্চারা এটি খেতে খুব পছন্দ করে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি