বৃহস্পতিবার,৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


স্বামীকে যা করতে নিষেধ করেন ক্যাটরিনা!


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.১২.২০২২

বিনোদন ডেস্ক :

বলিউডের আলোচিত জুটি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের প্রথম বিয়েবার্ষিকী আগামী ৯ ডিসেম্বর। তার আগেই ক্যাটরিনাকে নিয়ে ঘরের কথা দর্শকদের কাছে ফাঁস করলেন ভিকি কৌশল।

প্রায়ই ভিকিকে সোশ্যাল মিডিয়ায় মজার মজার ভিডিও পোস্ট করতে দেখা যায়। এ নিয়ে প্রায়ই ক্যাটরিনা তার স্বামী ভিকিকে অনুনয়-বিনয় করেন বলে জানা গেছে।

সম্প্রতি একটি পাঞ্জাবি গানে লিপ দিচ্ছেন ভিকি এমন একটি ভিডিও পোস্ট করেছেন। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, চেয়ারে বসে পাঞ্জাবি গানের তালে তালে হাত নেড়ে নাচার চেষ্টা করছেন ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ খ্যাত অভিনেতা।

তবে মজার বিষয় হলো গানের সঙ্গে ভিকি যখন নাচছিল তখন ক্যাটরিনাকে স্বামীর হাতেপায়ে ধরতে দেখা গেছে। কিন্তু কেন?এর কারণ জানলে অবাক না হয়ে পারেননি ভক্তরা।

ভিকি জানান, এরকম ফানি ভিডিও নিয়ে ক্যাট চিন্তি থাকে। কারণ সামাজিক মাধ্যমে এ ভিডিও যদি তাকে বিড়ম্বনায় ফেলে, এ বিষয়ে সবসময় সাবধান করেন ক্যাটরিনা।

ভিকির কথায়, ‘আমার স্ত্রী এ ধরনের ভিডিও পোস্ট না করতে অনুরোধ করে। কিন্তু আমার কিছু করার নেই। আশা রাখি, হয়তো কোনো দিন ক্যাট বিষয়টাকে ভালো নজরে দেখবে।’

ক্যাটরিনার আপত্তি সত্ত্বেও ভিকি যে ভিডিও পোস্ট করেছেন, সেখানে দেখা যাচ্ছে, জনপ্রিয় ‘কেয়া বাত হ্যায়’ গানটিতে লিপ দিচ্ছেন ভিকি। এসময় ভিকিকে জ্যাকেট, টুপি আর রোদ চশমা পরে লিপসিং করতে দেখা যায়।

এ গানটি ভিকির নতুন ছবি ‘গোবিন্দ নাম মেরা’তেও রয়েছে। নতুন সঙ্গীতায়োজনের এ গানটি ভিকির সঙ্গে দেখা যাবে কিয়ারা আদভানি ও ভূমি পেডনেকার। ছবিটি চলতি মাসেই ওটিটিতে মুক্তি পাবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি