বৃহস্পতিবার,১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » Uncategorized » কুমিল্লায় বেশি দামে স্যালাইন বিক্রি করায়, ৫ ফার্মেসিকে জরিমানা


কুমিল্লায় বেশি দামে স্যালাইন বিক্রি করায়, ৫ ফার্মেসিকে জরিমানা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৯.২০২৩

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লায় বেশি দামে স্যালাইন বিক্রি ও লুকিয়ে রেখে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে ৫ ফার্মেসিকে ৩৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে ঝাউতলা ও পুলিশ লাইন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কুমিল্লার ঝাউতলা ও পুলিশ লাইন এলাকায় অতিরিক্ত দামে স্যালাইন বিক্রি এবং কৃত্রিম সংকট তৈরির অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সালদা মেডিসিন হলকে ১০ হাজার টাকা, হাসান মেডিসিন কর্নারকে আট হাজার টাকা, কিউপিএস ফার্মেসিকে ১০ হাজার টাকা, নাবিলা ফার্মেসিকে পাঁচ হাজার টাকা এবং ফয়সাল মেডিসিন কর্নারকে তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় হাসান মেডিসিন কর্নারে লুকিয়ে রাখা ১৫পিস স্যালাইন জব্দ করে হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হয়।

অভিযানে সার্বিক সহযোগীতা করে কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি