বৃহস্পতিবার,২০শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


সাকিব-তামিম দ্বন্দ্ব মিটমাটে বিসিবিতে মাশরাফি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৯.২০২৩


স্পোর্টস ডেস্ক:

বিশ্বকাপ শুরু হতে আর ১০ দিনও বাকি নেই। আগামীকাল বুধবার ভারতের উদ্দেশে রওনা দেওয়ার কথা বাংলাদেশ দলের। অথচ, এখনো ১৫ জনের দলই ঘোষণা করা হয়নি। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের ম্যাচের বিরতিতে দল ঘোষণা হতে পারে।

এরই মধ্যে প্রকাশ্যে এসেছে বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ দুই সদস্য সাকিব আল হাসান ও তামিম ইকবালের দ্বন্দ্বের খবর। সেই দ্বন্দ্ব নিরসন করতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ডাকে সেখানে গেছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক হওয়ার কথা তার।

আফগানিস্তান সিরিজে নাটকীয় অবসরের পর নিউজিল্যান্ড সিরিজ দিয়েই মাঠে ফিরেছিলেন তামিম। এশিয়া কাপে খেলেননি পিঠের চোটের কারণে। নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৪ রানের দারুণ এক ইনিংস খেলেছিলেন এই ওপেনার। তাই বিশ্বকাপে তার জায়গা প্রায় নিশ্চিতই ছিল।

তবে, সমস্যা তৈরি হয় তামিম যখন সংবাদ সম্মেলনে তার পিঠের অস্বস্তির কথা বলেন। গণমাধ্যমের খবর চোট নিয়ে তামিম কথা বলেছেন বিসিবি সভাপতির সঙ্গে। জানিয়েছেন, বিশ্বকাপে সর্বোচ্চ পাঁচটি ম্যাচ খেলবেন তিনি। অথচ সূচি অনুযায়ী বিশ্বকাপে অন্তত ৯টি ম্যাচ খেলতেই হবে বাংলাদেশকে।

তবে তামিমের এমন সিদ্ধান্তে রাজি নন অধিনায়ক সাকিব আল হাসান ও কোচ চান্দিকা হাথুরুসিংহে। গতকাল রাতে বিষয়টি নিয়ে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে কথা বলেছেন সাকিব ও হাথুরু। বিশ্বকাপের মতো এত বড় আসরে কোনো ‘আনফিট’ কিংবা ‘অর্ধেক ফিট’ খেলোয়াড়কে দলে চান না তারা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি