শুক্রবার,৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রামে দুর্গাপূজা উপলক্ষে মন্দিরে নিরাপত্তা দেবে বিজিবি: কর্নেল রেজাউল কবির


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.১০.২০২৪

চৌদ্দগ্রামে দুর্গাপূজা উপলক্ষেচৌদ্দগ্রামে দুর্গাপূজা উপলক্ষে মন্দিরে নিরাপত্তা দেবে বিজিবি: কর্নেল রেজাউল কবির

হাবিবুর রহমান মুন্না:

কুমিল্লার চৌদ্দগ্রাম বাজার সার্বজনীন কেন্দ্রীয় কালী মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তার বিষয়টি তদারকি করতে শনিবার বিকালে পরিদর্শন করেন বিজিবির কুমিল্লার সেক্টর কমান্ডার কর্নেল মো, রেজাউল কবির।

কুমিল্লার সেক্টর কমান্ডার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্নেল মো. রেজাউল কবির বলেন, শারদীর দুর্গাপূজার যেন উৎকণ্ঠায় পরিণত না হয়, সেই বিষয়ে এবার বিজিবি কঠোর নিরাপত্তায় থাকবে। সাম্প্রদায়িক দাঙ্গা ঠেকাতে বিজিবি বর্ডারের নিরাপত্তার পাশাপাশি মাঠ পর্যায়েও কঠোর নিরাপত্তা দিবে। তাছাড়া কুমিল্লায় এবার সীমান্ত এলাকাগুলোতে ১২২টি পূজামণ্ডপে ৮২ প্লাটুন বিজিবি পূজায় নিরাপত্তা দিতে নিয়োজিত থাকবে।

এ সময় সেক্টর কমান্ডার সকল ধর্মাবলম্বীদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়ানো গুজবে কান না দেওয়ারও আহবান জানান৷ আপনারা সে বিষয়গুলোতে সতর্ক থাকবেন৷

পূজাকে কেন্দ্র করে সীমান্তে মাদক চোরাচালান বৃদ্ধির বিষয়ে সেক্টর কমান্ডার বলেন, মাদক চোরাচালানোর বিষয়ে বিজিবি সবসময় সতর্ক অবস্থানে থাকে। তবে পূজাকে ঘিরে আরো বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা ব্যাটেলিয়ন ১০ বিজিবি কুমিল্লার অধিনায়ক লে. কর্নেল মো. ইফতেখার হোসেন, উপ-অধিনায়ক মেজর আরাফাত হোসেন অনি, সহকারি পরিচালক মো. ইমাম হোসেন, চৌদ্দগ্রাম পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রমোদ রঞ্জন চক্রবর্তীসহ পূজা উদযাপন পরিষদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি