কুমিল্লায় অস্বাস্থ্যকর পরিবেশে নকল মাতৃভান্ডার ও বগুড়ার দই উৎপাদন, ১৫ হাজার টাকা জরিমানা
কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলায় জেলা প্রশাসন কুমিল্লা এবং বিএসটিআই জেলা অফিস কুমিল্লার সমন্বয়ে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
রবিবার (০৬ অক্টোবর) অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রী রতন কুমার দত্ত।
অভিযানে কোটবাড়ি বিশ্বরোড এলাকায় অবস্থিত মেসার্স টউলিপ সুইটস নামক একটি প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে সিএম লাইসেন্স ছাড়া রসমলাই, নকল মাতৃভান্ডার, নকল বগুড়ার দই এবং ফার্মেন্টেড মিল্ক উৎপাদন ও বিক্রির অপরাধে ১৫,০০০/- টাকা জরিমানা করা হয়। এ জরিমানা বিএসটিআই আইন ২০১৮ এর ৩০ ধারায় আরোপ করা হয়।
অভিযানের সময় উক্ত প্রতিষ্ঠানের ম্যানেজার জানান, তাদের উৎপাদিত পণ্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন মায়ামী-১ ও মায়ামী-২ রেস্টুরেন্ট, হোটেল জমজম, পদুয়ার বাজার বিশ্বরোডে হোটেল নূরজাহানসহ বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টে সরবরাহ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্দেশনা দেন, মানসম্মত উৎপাদন পরিবেশ নিশ্চিত করে বিএসটিআই থেকে সঠিক লাইসেন্স নিয়ে পণ্য উৎপাদন করতে হবে।
এ মোবাইল কোর্ট অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই কুমিল্লার ফিল্ড অফিসার ইকবাল আহমদ এবং কাজী মোঃ শাহান।