আগামী বছরের শুরুতে বাংলাদেশে আসছেন নেইমার
নেইমারের ভক্তদের জন্য দারুণ এক সুখবর! সবকিছু ঠিক থাকলে আগামী বছরের (২০২৫) শুরুতে বাংলাদেশে আসতে পারেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার। বাংলাদেশের মানুষ সামনাসামনি দেখার সুযোগ পাবেন আল হিলালের এই স্ট্রাইকারকে।
নেইমারের বাংলাদেশে আসার খবরটি দেশের একটি বেসরকারি টেলিভিশনকে নিশ্চিত করেছেন নেইমারের পারিবারিক বন্ধু রবিন মিয়া।
রবিন মিয়া বলেন, ‘নেইমারের আসার ব্যাপারে একটি প্রতিষ্ঠানের সঙ্গে মৌখিক ও লিখিতভাবে আলোচনা হয়েছে। আশা করছি, আগামী বছরের শুরুতে তাকে বাংলাদেশে আনতে পারব। আমি চাই, নেইমারের এই সফরটা যেন দেশের মানুষের আবেগের সঙ্গে মিশে যায়। আমরা চ্যারিটি আয়োজন করব। ১৬ কোটি মানুষের সবাইকে নেইমারের সঙ্গে সরাসরি দেখা করানো সম্ভব না, তবে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব।’
এর আগে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো এবং আর্জেন্টাইন তারকা এমিলিয়ানো মার্টিনেজ বাংলাদেশে এসেছিলেন। তবে তাদের সফর নিয়ে কিছু বিতর্ক সৃষ্টি হয়েছিল। নেইমারের ক্ষেত্রে এমনটি যেন না হয়, সেদিকে লক্ষ্য রাখবেন বলে জানিয়েছেন রবিন মিয়া।