শনিবার,১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » আনুশকা ও পরিবারের সঙ্গে চিল্ড আউট জন্মদিন পালন করলেন বিরাট কোহলি


আনুশকা ও পরিবারের সঙ্গে চিল্ড আউট জন্মদিন পালন করলেন বিরাট কোহলি


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.১১.২০২৪

চিল্ড আউট জন্মদিনআনুশকা ও পরিবারের সঙ্গে চিল্ড আউট জন্মদিন পালন করলেন বিরাট কোহলি

স্পোর্টস ডেস্ক:

৩৬ বছরে পা দিলেন বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি। তবে তার এই বিশেষ দিনে কোনো দৌড়ঝাঁপ বা হইহুল্লোড় ছিল না। এবারের জন্মদিনে তিনি বাড়িতেই সময় কাটিয়েছেন, সঙ্গে ছিলেন স্ত্রী আনুশকা শর্মা ও দুই সন্তান।

হিন্দুস্তান টাইমস সূত্রে জানা যায়, ৫ নভেম্বর ছিল বিরাট কোহলির জন্মদিন, এবং তিনি ৩৬ বছর বয়সে পা রেখেছেন। তবে এই বিশেষ দিনটি তিনি পরিবারের সাথে ঘরোয়া পরিবেশে কাটিয়েছেন। তার পাশে ছিলেন কেবল স্ত্রী আনুশকা ও দুই সন্তান ভামিকা এবং অকায়। বিরাট জানান, এবারের জন্মদিন ছিল তার জীবনের সবচেয়ে চিল্ড আউট জন্মদিন, কারণ তিনি কোনো কিছুই করেননি এবং শুধু পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন।

বিরাট বলেন, “বয়স বেড়েছে, বুড়ো হলাম জানি, কিন্তু বুদ্ধি বেড়েছে কিনা জানি না। তবে এত বছরের মধ্যে এটা আমার সবচেয়ে চিল্ড আউট জন্মদিন ছিল। বাড়িতে আমি শুধু আনুশকা আর আমাদের দুই সন্তানকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণভাবে দিনটা কাটিয়েছি।”

এছাড়া, বিরাট ও আনুশকাকে সম্প্রতি তাদের বন্ধু অঙ্গদ বেদি এবং নেহা ধুপিয়ার ছেলের জন্মদিনের পার্টিতে অংশ নিতে দেখা গেছে। আনুশকা সাদা শার্ট ও জিন্স পরেছিলেন, আর বিরাট মেরুণ টিশার্ট ও জিন্সে ছিলেন, সঙ্গে টুপি পরেছিলেন।

উল্লেখ্য, বিরাট কোহলি ও আনুশকা শর্মা ২০১৭ সালে বিয়ে করেছিলেন। ২০২১ সালে তাদের মেয়ে ভামিকার জন্ম হয় এবং ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে তাদের পরিবারে নতুন সদস্য হিসেবে জন্ম নেয় ছেলে অকায়। ২২ নভেম্বর থেকে বিরাট কোহলি ভারতের হয়ে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলতে যাবেন। তবে সম্প্রতি তার ব্যাটে runs কম উঠছে, যার কারণে তিনি সমালোচিত হচ্ছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি