শুক্রবার,২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » Uncategorized » মির্জা ফখরুলের সঙ্গে সাক্ষাৎ অস্ট্রিয়ার রাষ্ট্রদূতের


মির্জা ফখরুলের সঙ্গে সাক্ষাৎ অস্ট্রিয়ার রাষ্ট্রদূতের


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.১১.২০২৪

মির্জা ফখরুলের সঙ্গে মির্জা ফখরুলের সঙ্গে সাক্ষাৎ অস্ট্রিয়ার রাষ্ট্রদূতের

ডেস্ক রিপোর্ট:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রিয়ার রাষ্ট্রদূত ড. ক্যাথারিনা উইজার।

শনিবার দুপুর ১২টা ৩০ মিনিটে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বাংলাদেশে অস্ট্রিয়ার কনস্যুলার এবং বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য তাজভীরুল ইসলাম।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, নয়াদিল্লি থেকে বাংলাদেশে দায়িত্ব পালনরত অস্ট্রিয়ার রাষ্ট্রদূত ড. ক্যাথারিনা উইজার দুপুর সাড়ে ১২টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এসে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন।

ক্যাথারিনা উইজার বাংলাদেশে অস্ট্রিয়ার রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেও তার মূল দায়িত্বভার নয়াদিল্লি থেকে পরিচালিত হয়। তিনি বাংলাদেশ ছাড়াও ভারতসহ দক্ষিণ এশিয়ার আরও কয়েকটি দেশে অস্ট্রিয়ার রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন।

তবে এই বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয়েছে, তা সম্পর্কে কিছু জানাতে পারেননি শায়রুল কবির।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি