মঙ্গলবার,১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » রোনাল্ডো বক্সে বিপদজনক, মেসি পুরো মাঠে এক ভয়ের নাম: রদ্রি


রোনাল্ডো বক্সে বিপদজনক, মেসি পুরো মাঠে এক ভয়ের নাম: রদ্রি


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.১১.২০২৪

রোনাল্ডো বক্সেরোনাল্ডো বক্সে বিপদজনক, মেসি পুরো মাঠে এক ভয়ের নাম: রদ্রি

স্পোর্টস ডেস্ক:

মেসি না রোনাল্ডো? প্রায়ই এমন প্রশ্নের সম্মুখীন হতে হয় বর্তমান এবং সাবেক ফুটবলারদের। দীর্ঘ ক্যারিয়ারে এই দুই কিংবদন্তি এতটাই উঁচু স্তরে নিজেদের অবস্থান তৈরি করেছেন যে, তাদের সঙ্গে অন্যদের তুলনা করার সুযোগ নেই। সাফল্য, অর্জন কিংবা রেকর্ড—সব দিক দিয়েই তারা একে অপরকে টেক্কা দিয়েছেন এবং এখনো তা চালিয়ে যাচ্ছেন। এই কারণেই মেসি ও রোনাল্ডো অন্যদের থেকে আলাদা এবং ফুটবল দুনিয়ার সবচেয়ে আলোচিত দু’জন তারকা।

তাহলে, এই দুই ফুটবল মহারথীর মধ্যে কে সেরা—এমন প্রশ্নে বিশ্বের ফুটবলপ্রেমীরা অনেক সময় বিভক্ত হয়ে পড়েন। এবার এই প্রশ্নের মুখোমুখি হয়েছেন সদ্য ব্যালন ডি’অর জয়ী ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি।

ভিয়ারিয়াল এবং অ্যাতলেতিকো মাদ্রিদের হয়ে খেলার সময় মেসি-রোনাল্ডো উভয়েরই মুখোমুখি হয়েছেন রদ্রি। সেই অভিজ্ঞতা থেকে, তিনি দু’জনের সম্পর্কে ভালোভাবে অবহিত। এবং এই অভিজ্ঞতার আলোকে, রদ্রি তার মতামত জানিয়েছেন।

‘এল হরমিগুয়েরো’কে দেওয়া এক সাক্ষাৎকারে রদ্রি বলেন, ‘যারা খেলোয়াড় হিসেবে তাদের উভয়ের মুখোমুখি হয়েছেন, তারা জানে যে মেসি সর্বকালের সেরা ফুটবলার। আর রোনাল্ডো, কোনো সহজাত প্রতিভা ছাড়াই মেসির মোকাবিলা করেছেন।’

দু’জনের পার্থক্য বোঝাতে উদাহরণ দিয়ে রদ্রি বলেন, ‘ক্রিশ্চিয়ানোর বিপক্ষে খেলার সময় আমরা চাইতাম না সে বক্সে প্রবেশ করুক, কারণ সে বক্সের ভেতরে ভয়ঙ্কর। কিন্তু মেসি, মাঠের যেকোনো জায়গায় বল পেলেই বিপজ্জনক হয়ে ওঠে। মেসি যখন বল পায়, তখন মনে হয় বিপদ আসছে। তার বিপক্ষে খেলতে গেলে আমি বলটি কেড়ে নেওয়ার চেষ্টা করতাম, কিন্তু সে এমনভাবে দৃষ্টি এড়িয়ে চলে যেত, যেন আমি সেখানে ছিলামই না! মেসির পায়ে বল যাওয়া মানেই মনে হতো কোনো বিপদ ঘটতে যাচ্ছে।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি